WhatsApp নিয়ে ক্যাশব্যাক অফার, ১ টাকা লেনদেনেই মিলতে পারে কয়েকগুণ ফেরত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ইউপিআই লেনদেন (UPI) আনার কথা ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী এই লেনদেন চালু হয় ভারতে। তবে এই ম্যাসেজিং অ্যাপের জনপ্রিয়তা যতটা তার ধারে কাছে পৌঁছাতে পারেনি এই সংস্থার ইউপিআই লেনদেন। সামান্য কিছু সংখ্যক ব্যবহারকারী বর্তমানে ব্যবহার করছেন এই ইউপিআই লেনদেন।

Advertisements

Advertisements

তবে এই প্লাটফর্মকে জনপ্রিয় করে তুলতে বর্তমানে ক্যাশব্যাক (Cashback offer) ঘোষণা করেছে সংস্থা। মেটার (ফেসবুকের নতুন নাম) অংশীদারিত্বে থাকা হোয়াটসঅ্যাপের ইউপিআই লেনদেনকে আরও জনপ্রিয় করে তোলার জন্য সম্প্রতি এই ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করা হয়েছে। সংস্থার অফার অনুযায়ী গ্রাহকরা তাদের লেনদেনের ক্ষেত্রে ৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

Advertisements

৫১ টাকার এই ক্যাশব্যাক পাওয়া যেতে পারে কেবলমাত্র এক টাকা লেনদেন করেও। অর্থাৎ এক টাকার লেনদেনেই মিলতে পারে কয়েকগুণ ক্যাশব্যাক। যদিও এই সুবিধা এখন কেবলমাত্র বিটা টেস্টারে পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২১.২০.৩-এর ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা পাচ্ছেন। তবে এই সুবিধা আগামী দিনে সবার জন্য আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপের ইউপিআই লেনদেনের মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে এই ক্যাশব্যাক মোট পাঁচবার পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে লেনদেনের সময় টাকার কোন উর্ধ্বসীমা বা নিম্নসীমা রাখা হয়নি। তবে ক্যাশব্যাক পাওয়া যাবে সর্বোচ্চ ৫১ টাকা।

পাশাপাশি এই ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বিধি-নিষেধ রাখেনি সংস্থা। অফার অনুযায়ী জানা যাচ্ছে, পাঁচটি আলাদা আলাদা অ্যাকাউন্টে লেনদেন করলেই মিলতে পারে এই ক্যাশব্যাকের সুবিধা। বৈধ লেনদেনের পর গ্রাহকদের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা জমা পড়ে যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন হোয়াটসঅ্যাপ এই অফার দেওয়ার মাধ্যমে অন্যান্য ইউপিআই লেনদেন সংস্থাগুলিকে ধরতে চাইছে। কারণ প্রতিটি ইউপিআই লেনদেন সংস্থা প্রথম দিকে বাজারে আসার পর ক্যাশব্যাক অফারের মধ্য দিয়ে গ্রাহকদের নিজেদের ঝুলিতে টেনে নিয়ে আসে। এবার সেই একই পথ অনুসরণ করছে জনপ্রিয় এই ম্যাসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপ।

Advertisements