New Features on WhatsApp: ইন্টারনেট অতীত! এবার ম্যাজিকের মত চলে যাবে ফাইল! নতুন ফিচার আনছে WhatsApp

WhatsApp officials are going to bring new features again: হোয়াটসঅ্যাপ এর দৌলতে বর্তমানে দূর হয়েছে নিকট। যেমন, দূরে কিংবা কাছে যেকোনো জায়গায় থাকা আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন সবার সঙ্গেই আপনি চ্যাট কিংবা ভিডিওর মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নয়া ফিচার যার জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের পাশাপাশি আপনি পেয়ে যাবেন ফাইল ট্রান্সফারের মত সুবিধা। এবার সেখানেই আসছে দারুণ একটি বৈশিষ্ট্য (New Features on WhatsApp)। যার মাধ্যমে আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে ফাইল শেয়ার করতে পারবেন।

একটি রিপোর্ট এর মাধ্যমে জানা গিয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কাছাকাছি থাকা অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে নিমেষেই ফাইল পাঠাতে পারবেন। ব্যবহার করতে হবে ‘People Nearby’ অপশনটি। নয়া ফিচার (New Features on WhatsApp) ব্লুটুথের মাধ্যমে কাজ করবে। আগে হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠাতে বহু অসুবিধার মুখে পড়তে হতো ইউজারদের। ফাইল অন্য জনের কাছে যেতে অনেক সময় লাগতো। এই সমস্যার সমাধান খুঁজে বের করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি সেই ফিচারের ইঙ্গিত দিয়েছে Wabetainfo।

আপনার ফোনের ব্লুটুথ অন করলেই পিপল নিয়ারবাই ফিচারের দ্বারা ফাইল পাঠাতে পারবেন। বিপরীতে থাকা ব্যক্তিকে শুধু একসেপ্ট করতে হবে। খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে সেই ফাইল, আর এই ফিচার থাকবে সম্পূর্ণ এন্ড-টু-এনক্রিপ্টেড। এর মানে হলো ব্যবহারকারীর তথ্য একেবারেই সুরক্ষিত রেখেই ফিচারটি কাজ করবে। এই ফিচার (New Features on WhatsApp) কাজ করবে তখনই যখন সেন্ডার এবং রিসিভার দু’জন ফিচারটি অন রাখবেন। যখন সেন্ড করতে হবে তখন পিপল নিয়ারবাই ফিচার অন করে শেয়ার করতে হবে। তারপর রিসিভারের কাছে একটি রিকোয়েস্ট যাবে। সেটি একসেপ্ট করলে ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে।

আরও পড়ুন 👉 WhatsApp Call Recording: ফোন কলের মতোই এবার করা যাবে WhatsApp কল রেকর্ডিং, দেখে নিন সহজ পদ্ধতি

তবে হোয়াটসঅ্যাপে এখনো ফাইল ট্রান্সফার করা যায় কিন্তু সময় লাগে অনেকটাই। নয়া এই ফিচারের মাধ্যমে একবারে 2GB ডেটার ফাইল পাঠাতে পারবেন। এই ফিচার আর কী কী সুবিধা দেবে তা শীঘ্রই জানা যাবে। হোয়াটসঅ্যাপে বিগত কয়েকমাসে অনেক নতুন ফিচার (New Features on WhatsApp) যোগ হয়েছে। হোয়াটসঅ্যাপ নতুন বছর শুরু করতে চলেছে এই ফাইল ট্রান্সফর শেয়ার ফিচার দিয়েই।

ফিচারটি পরীক্ষাধীন আছে যা শেষ হয়ে গেলে দ্রুত ব্যবহারকারীদের ফোনে রোল আউট হওয়া শুরু করবে। পিপল নিয়ারবাই ফিচার অ্যাপেল এয়ারড্রপ এবং অ্যান্ড্রয়েড নিয়ারবাই শেয়ার ফিচারের মতো কাজ করবে। ব্যবহারকারীদের এই সুবিধা পেতে কিছুদিন সময় লাগবে। বর্তমানে ফিচারটি পরীক্ষাধীন রয়েছে। ফিচারটি রোল আউট শুরু হলে হোয়াটসঅ্যাপ আপডেট দেখা যাবে।