আরও সহজ হতে চলেছে WhatsApp Payments, আসছে নয়া Shortcut

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গত বছর ভারতে চালু করে ইউপিআই ভিত্তিক পেমেন্ট পরিষেবা। তবে এই অ্যাপ ম্যাসেজিংয়ের ক্ষেত্রে যতটা জনপ্রিয় সেই জায়গায় পেমেন্ট পরিসেবার ক্ষেত্রে এখনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। যে কারণে তারা তাদের এই পরিষেবাকে আরও সহজ করতে চলেছে।

হোয়াটসঅ্যাপ তাদের পেমেন্ট পরিষেবাকে আরও সহজ করার জন্য আনতে চলেছে Payments Shortcut। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই পেমেন্টস শর্টকাট নতুন ফিচার আসছে বলে জানা যাচ্ছে। ফিচারটি বর্তমানে বিটা ভার্সনে উপলব্ধ।

জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের এই Payments Shortcut যারা হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সন ২.২১.১৭ ইনস্টল করেছেন সেই সকল ভারতীয় ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। তবে আগামী দিনে এই সুবিধা প্রত্যেক ব্যবহারকারীর জন্য উপলব্ধ হয়ে যাবে। নতুন এই ফিচার অনুযায়ী হোয়াটসঅ্যাপের পেমেন্ট বটন চ্যাট উইন্ডোতে ক্যামেরা এবং অ্যাটাচমেন্ট আইকনের মাঝে দেখাবে। যেখানে ক্লিক করলেই সরাসরি পেমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ভারতে হোয়াটসঅ্যাপ ইউপিআই পেমেন্ট পরিসেবার ক্ষেত্রে অন্যান্যদের তুলনায় অনেক পরে অনুমতি পেয়েছে। ইতিমধ্যেই ভারতে এই ডিজিটাল লেনদেন পরিসেবার ক্ষেত্রে জনপ্রিয়তার শিখরে উঠেছে ফোন পে, গুগোল পে, পেটিএম-এর মত সংস্থাগুলি। তবে এই সকল সংস্থাকে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। হোয়াটসঅ্যাপের প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এবং পেমেন্ট পরিসেবার ক্ষেত্রে এই সকল পরিবর্তনই তা জানান দিচ্ছে।