নিজস্ব প্রতিবেদন : ফেসবুক অধিকৃত বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ WhatsApp তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। সম্প্রতি তাদের নতুন নতুন ফিচারে যুক্ত হয়েছে একাধিক জায়গায় একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার ফিচার, যুক্ত হয়েছে ম্যাসেজ আর্কাইভ করে রাখার ফিচার, আর এর পাশাপাশি আরও একটি নতুন ফিচার যুক্ত হয়েছে যা হলো ভিউ ওয়ান। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কেবলমাত্র একবার তাদের ইনবক্সে আসা কোন ছবি অথবা ভিডিও দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন এই ফিচার পাবেন তাদের অ্যাপ আপডেট করার পর। দীর্ঘ কয়েক দিন ধরেই এই ম্যাসেজিং সংস্থা এই আপডেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। তারপরেই বর্তমানে বেশ কিছু গ্রাহককে এই ফিচারের সুবিধা দেওয়া হয়েছে। তবে এই নতুন ফিচারের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও লক্ষ্য করা যাচ্ছে। যেমন প্রয়োজন পড়লে কেউ ছবি স্ক্রিনশট করে রেখে দিতে পারবেন।
ভিউ ওয়ান ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। এটি ব্যবহার করার জন্য যখন কোনো ব্যবহারকারী কাউকে কোন ছবি অথবা ভিডিও পাঠাবেন সেই সময় ফাইল অ্যাটাচ করার সময় যেখানে ক্যাপশন লেখা হয় এবং সেন্ড আইকনের পাশেই রয়েছে একটি গোলাকার ঘরে ‘১’। সেটিকে সিলেক্ট করতে হবে।
New feature alert!
You can now send photos and videos that disappear after they’ve been opened via View Once on WhatsApp, giving you more control over your chats privacy! pic.twitter.com/Ig5BWbX1Ow
— WhatsApp (@WhatsApp) August 3, 2021
তারপর সেই ফাইল যাকে পাঠানো হবে তিনি একবার দেখে ওপেন করলেই তা আর পরবর্তীকালে খুলবে না। তবে এক্ষেত্রে বলে রাখা ভাল কোন ব্যবহারকারী স্ক্রিনশট করে রাখলেও কি পাঠানো হয়েছে তার সম্পর্কে স্ক্রিনশটে কিছু বোঝা যাবেনা। এই ফিচারটি এমন একটি প্রযুক্তির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে যাতে যাকে ছবি অথবা ভিডিও পাঠানো হচ্ছে তিনি ওই ছবি অথবা ভিডিও ডাউনলোড করে রাখা অথবা কাউকে পাঠাতেও পারবেন না। দেখে নেওয়ার পর কেবলমাত্র একটি ম্যাসেজ দেখাবে তা হল ‘opened’।