মানতে হবে WhatsApp-এর নয়া নিয়ম, নইলে ডিলিট হবে যাবে অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা WhatsApp তাদের Privacy policy তে রদবদলে করতে চলেছে। আর মাসখানেক পেরোতে না পেরোতেই সেই রদবদল বুধবার ব্যবহারকারীদের সামনে এলো। WhatsApp ব্যবহারকারীদের এই Privacy policy মানতে হবে। আর তা না হলে তাদের অ্যাকাউন্ট রাখা যাবে না।

বুধবার সকাল থেকে WhatsApp ব্যবহারকারীদের WhatsApp-এ নয়া Privacy policy-র সেই নোটিফিকেশন আসতে শুরু করেছে। সেই নোটিফিকেশনের Terms বা Privacy Policy শব্দ দুটিতে ক্লিক করলেই নতুন নিয়মাবলীর সম্পর্কে জানা যাবে। এই নিয়মাবলী লাগু হচ্ছে আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে।

নোটিফিকেশন আসার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দুটি অপশন দেওয়া হচ্ছে। একটি হলো ‘Agree’ এবং অন্যটি ‘Not Now’। এখন কেউ যদি সঙ্গে সঙ্গে সম্মতি দিতে চান তাহলে ‘Agree’ অপশনটি বেছে নিতে হবে। সময় নিয়ে সম্মতি দেওয়ার জন্য ‘Not Now’ অপশন বেছে নেওয়া যেতে পারে।

তবে আগামী ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে নির্দ্বিধায় নিজেদের WhatsApp চালিয়ে যাওয়ার জন্য ব্যবহারকারীদের অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন Privacy Policy মেনে চলতে হবে। যদি কোনো ব্যবহারকারী এই নিয়ম মেনে চলতে রাজি না হয়ে থাকেন তাহলে তাকে হোয়াটসঅ্যাপের সেটিংস এবং তারপর অ্যাকাউন্ট অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে।

আর পরবর্তী ক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম সম্পর্কে জেনে হোয়াটসঅ্যাপ চালাতে ইচ্ছুক থাকেন তাহলে ব্যবহারকারীকে সেটিংস অপশনে গিয়ে Help এবং তারপর Terms and Privacy Policy-তে ক্লিক করে সমস্ত শর্ত সম্পর্কে জ্ঞাত হতে হবে।