WhatsApp status features are getting a change by Meta: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অপশনে যোগ হতে চলেছে এক নতুন ফিচার্স। যে ফিচার্সের মাধ্যমে ইউজাররা তাদের স্ট্যাটাস পছন্দের পরিচিতিগুলিকে দেখানোর জন্য স্ট্যাটাস আপডেট অপশনে সেই পরিচিতিগুলিকে ট্যাগ করতে পারবেন। যার ফলে স্ট্যাটাস আপডেট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে উল্লেখিত পরিচিতির কাছে। যে ফিচার্সের নাম স্ট্যাটাস নোটিফিকেশন বা স্ট্যাটাস মেনশন। যার পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে WhatsApp। এর পাশাপাশি এই মেসেজ প্ল্যাটফর্ম আনতে চলেছে আরো নতুন নতুন ফিচার্স (WhatsApp Features)।
মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp হল একটি ফ্রীওয়্যার, সেন্টালাইজড ইনস্ট্যান্ট মেসেজিং, ভয়েস-ওভার-আইপি এবং ক্রস প্ল্যাটফর্ম পরিষেবা। যা আন্তর্জাতিকভাবে উপলব্ধ। বর্তমানে এই পরিষেবা কারিগরি সংস্থা মেটা-র অধীনস্থ হলেও পূর্বে এটি নির্মিত হয়েছিল ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-এর হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটর দ্বারা। এটি এমন একটি প্রোগ্রাম যেখানে রয়েছে একের মধ্যেই সব। যার মাধ্যমে ইউজাররা ভয়েস চ্যাট, ভিডিও কল, অডিও কল, ছবি, ডকুমেন্ট একে অপরকে আদান প্রদান করতে পারে। তবে সকলের সাথে নয়, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র পরিচিতিদের সাথেই কন্টাক্ট করা যায়। পাশাপাশি প্ল্যাটফর্মটি সাইন আপ করতে প্রয়োজন হয় একটি বৈধ নম্বরের।
যত দিন যাচ্ছে ততই এই মেসেজ প্ল্যাটফর্মের উন্নতি ঘটছে। আসছে নতুনত্ব বৈশিষ্ঠ্য। ইউজারদের সুবিধা প্রদান করার পাশাপাশি নিরাপত্তা দিতে নতুন নতুন ফিচার্স লঞ্চ করছে এই সংস্থা (WhatsApp Features)। তেমনই আসন্ন একটি ফিচার্স হল স্ট্যাটাস নোটিফিকেশন। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই চালু হবে এই নতুন বৈশিষ্ট্য। যার মাধ্যমে অপঠিত স্ট্যাটাস দেখার বিজ্ঞপ্তি পাবে পরিচিতিরা। এই ফিচার্সের মাধ্যমে ব্যবহারকারীরা পেতে থাকবে লাইভ আপডেট। যা তাদের মধ্যে মিথস্ক্রিয়া তৈরি করবে। অভিজ্ঞতাও বাড়বে WhatsApp ইউজারদের। তবে যে গুগল প্লে স্টোরে একটি Android 2.24.6.19 বিটা আপডেট থাকবে সেই ফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই এই বিজ্ঞপ্তি পাবে। যা খুব শীঘ্রই চালু করা হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Solar Eclipse: সূর্যগ্রহণ তো অনেক দেখেছেন, তবে গ্যারান্টি এমন দৃশ্য আগে দেখেননি
অপরদিকে লিঙ্ক প্রিভিউ নামেও আরেকটি ফিচার আসছে এই মেসেজিং প্ল্যাটফর্মে। যে ফিচার্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেটিংস থেকে লিঙ্ক প্রিভিউ বন্ধ করতে পারবেন। যার ফলে গোপনীয়তায় কোনো ত্রুটি হবে না। সাম্প্রতিক বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হচ্ছে এই নয়া ফিচার্সের। পাশাপাশি ভয়েস চ্যাটেও দারুন ফিচার্স আনার পরিকল্পনা চলছে।
ভয়েস চ্যাট সম্পর্কিত এই নয়া ফিচার্সের (WhatsApp Features) মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ শুনতে এবং পড়তে পারবে। ভয়েস মেসেজে ট্যাপ করলেই ব্যবহারকারীরা সহজেই মেসেজ পড়ার এবং শোনার অনুমতি পাবে। পরবর্তীতে সেই প্রতিলিপিটির মেসেজ নিম্নে দেখানো হবে।