Whatsapp verification check mark: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, ফের আসছে নতুন চমক

Prosun Kanti Das

Published on:

Advertisements

WhatsApp verification tick color is now changing: হোয়াটস অ্যাপ তার ভেরিফিকেশন টিকের রঙ পরিবর্তন করতে যাচ্ছে। বর্তমানে হোয়াটস অ্যাপে ভেরিফায়েড চ্যানেল এবং বিজনেস অ্যাকাউন্টগুলির পাশে সবুজ চেকমার্ক দেখা যায়। কিন্তু নতুন আপডেটে এই সবুজ চেকমার্কের বদলে নীল চেকমার্ক দেখা যাবে। WABetaInfo র একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, হোয়াটস অ্যাপে ভেরিফায়েড চ্যানেলগুলোকে সবুজ মার্ক দেওয়া হয়। চ্যানেলগুলো আসল সেটা নির্দিষ্ট করার জন্য এই প্রক্রিয়া। তবে এবার অন্যধরনের চেকমার্ক নিয়ে হাজির হচ্ছে হোয়াটস অ্যাপ (Whatsapp verification check mark)।

Advertisements

মেটা পরিবারের অন্যান্য অ্যাপের সাথে সামঞ্জস্য রেখে সবুজের বদলে নীল চেকমার্ক আনা হয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির পাশে নীল চেকমার্ক দেখা যায় (Whatsapp verification check mark)। তাই হোয়াটস অ্যাপেও একই রঙের চেকমার্ক ব্যবহার করা হবে। মেটা তার সমস্ত অ্যাপগুলোতেই আনতে চলেছে নতুন ধরনের চমক।

Advertisements

আসলে এটি কোন অবাক করার মতো ঘটনা নয়। মার্ক জুকেরবার্গ সম্প্রতি বিষয়টি সবার সাথে শেয়ার করেছেন। ভেরিফিকেশন ব্যাজটি থাকলে তার মতে একাধিক প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা মিলবে। বিস্তারিত কোন তথ্য এই মুহূর্তে জানা যাচ্ছে না। শুধু এইটুকু জানা যাচ্ছে সবুজ টিকের জায়গায় নীল টিক যুক্ত হবে ভেরিফিকেশন ব্যাজ হিসাবে (Whatsapp verification check mark)। এটি কবে প্রকাশিত হবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই আপডেটটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

Advertisements

বর্তমানে হোয়াটস অ্যাপে ভেরিফিকেশনের জন্য একটি সনদ প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে হোয়াটস অ্যাপ নিশ্চিত করে যে একটি চ্যানেল বা বিজনেস অ্যাকাউন্ট আসল। ভেরিফিকেশনের জন্য অ্যাকাউন্টটির মালিককে হোয়াটস অ্যাপের কাছে কিছু তথ্য প্রদান করতে হয়। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টের নাম, ঠিকানা, ওয়েবসাইট এবং যোগাযোগের তথ্য।

আপনারা অনেকেই হয়তো জানেন যে, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভেরিফিকেশনের চিহ্ন হিসাবে নীল টিক দেওয়া হয় (Whatsapp verification check mark)। মেটা এবার থেকে তার সমস্ত অ্যাপেই একই ধরনের টিক দেওয়ার ব্যবস্থা করছে। আসলে মেটার সমস্ত ভেরিফিকেশন ব্যাজ হিসাবে যে রঙের টিক থাকে সেই একই রংয়ের টিক চিহ্ন হোয়াটস অ্যাপ এর সঙ্গেও থাকছে। মূলত ভেরিফায়েড চ্যানেল ও বিজনেস কানেকশনে এই নীল ব্যাজ যুক্ত হবে বলে খবর। গ্রাহকেরা হয়তো খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে এই নতুন আপডেটটি দেখতে পাবে।

Advertisements