অনুপম-পিয়ার সংসারে কীভাবে এন্ট্রি নিয়েছিলেন পরমব্রত! সত্যিটা না জানলেই নয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইন্ডাস্ট্রিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল ফিসফিসানি। প্রথম থেকেই বিষয়টি নিয়ে পরমব্রত অতটা খোলামেলা না হলেও শেষ পর্যন্ত সেই ফিসফিসানিতেই পড়ল শিলমোহর। সোমবার একেবারে ঘরোয়া ভাবে তারা দুজনে সেরে ফেললেন আইনি বিয়ে (Parambrata Piya Marriage)। বিয়ের মরশুমে ইন্ডাস্ট্রিতে এটি যেন বিগ ব্রেকিং।

Advertisements

পরমব্রত এবং পিয়া দুজনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছড়ালেও কেউ কোনদিন এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। এমনকি দুজনে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাও কোনদিন সেই ভাবে সামনে আনেননি। হঠাৎ সোমবার অর্থাৎ বিয়ের দিন সকাল থেকেই এই খবর চাউর হয় এবং তারপর থেকেই রীতিমত শোরগোল পড়ে যায়। তাদের দুজনের বিয়ের ক্ষেত্রে আগে যেমন সবকিছু চুপিসারে হয়েছে ঠিক সেই রকমই সীমিত কয়েকজনকে নিয়েই বসেছিল বিয়ের আসর।

Advertisements

পিয়া চক্রবর্তীর আগে ২০১৫ সালে সংগীত শিল্পী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু তাদের দাম্পত্য জীবনে চির ধরে এবং ৬ বছর কাটতে না কাটতেই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের দুজনের বিচ্ছেদের জন্য অনেকেই সেই সময় পরমব্রতর এন্ট্রিকে দায়ী করেছিলেন। যদিও পরমব্রত এমন একটি প্রশ্নের মুখোমুখি হয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন, দুজন বিচ্ছেদের ঘোষণা করেছেন আর তার মাঝে তৃতীয়কে জড়ানো মোটেই কাম্য নয়।

Advertisements

এখন প্রশ্ন হল অনুপম ও পিয়ার দাম্পত্য জীবনে কিভাবে এন্ট্রি হয়েছিল পরমব্রতর? এই বিষয়ে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, তাদের দুজনের প্রেমের শুরুটা নাকি হয়েছিল ইয়াস ঘূর্ণিঝড়ের সময়। সেই সময় ত্রাণ বিলি করতে সুন্দরবন এলাকায় গিয়েছিলেন একঝাঁক তারকারা। সেই সুন্দরবনেই নাকি তারা কাছাকাছি এসেছিলেন। সেই বছরই ২৭ জুন পরমব্রতকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন পিয়া।

সেদিনের সেই শুভেচ্ছা জানানো থেকেই তৈরি হয়েছিল একগুচ্ছ জল্পনা। কেননা জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পিয়া দুজনের ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। আমরা আরও অনেক স্মৃতি তৈরি করব।’ এরপর আবার ১৬ আগস্ট পিয়া চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি একইভাবে বার্তা দেন। যেখানেও পরমব্রত লিখেছিলেন, ‘চলো অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি যেমনটা তুমি চেয়েছিলে জন্মদিনে।’

Advertisements