মেয়েরা কোন মুহূর্তে এসে তাদের সমস্ত জামাকাপড় তুলে ফেলে! জিনিয়াসরাই জানেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। ইন্টারভিউতে নেওয়া সেই সকল প্রশ্ন হামেশাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা যায়। ভাইরাল হওয়া সেই সকল প্রশ্ন যেমন পড়াশোনার গন্ডির মধ্য থেকে করা হয়ে থাকে, আবার বেশ কিছু প্রশ্ন করা হয় যেগুলি বইয়ের মধ্যে পাওয়া যায় না। মূলত উপস্থিত বুদ্ধির জন্য সেই সকল প্রশ্ন করা হয়ে থাকে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় দিন দিন ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলেও অনেকের কাছে তা একঘেয়েমি হয়ে দাঁড়িয়েছে। এই একঘেয়েমীপনা কাটানোর জন্য অনেকেই রয়েছেন যারা নতুন নতুন কিছু খুঁজছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই সকল খোঁজাখুঁজির মধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে অপটিক্যাল ইলিউশন, বিভিন্ন ধরনের ধাঁধা ইত্যাদি। এর পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের। আর সেই প্রশ্ন উত্তরের খোঁজে জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্ন।

Advertisements

ধাঁধার কিছু প্রশ্ন

Advertisements

১) ভারতের কোন শহরটি ব্লু সিটি নামে পরিচিত?

যোধপুর।

২) বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ছাড়াও কোন রাজ্যের ভাষা?

ত্রিপুরা।

৩) মানুষের অর্ধেক এবং ভগবানের অর্ধেক তৈরি জিনিস কোনটি?

গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি।

৪) স্নানের পর কোন জিনিসটি ছোট হয়ে যায়?

সাবান।

৫) নরেন্দ্র মোদী দেশের কততম প্রধানমন্ত্রী?

১৪তম।

৬) সবচেয়ে বেশি রাজ্যের সীমানা ছুঁয়েছে এমন রাজ্য ভারতে কোনটি?

উত্তর প্রদেশ।

৭) মেয়েরা কোন জিনিসটি প্রথমবার করার সময় চিৎকার করে?

কান অথবা নাকের ফুটো।

৮) ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

K2 বা গডউইন অস্টিন।

৯) কোন ভারতীয় চলচ্চিত্র প্রথম বিশেষ অস্কার পুরস্কারে পুরস্কৃত হয়েছিল?

পথের পাঁচালী।

১০) কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কেটে দেওয়া যায়?

সোডিয়াম।

১১) চুন জলে মেশালে কোন গ্যাস নির্গত হয়?

কার্বন ডাই অক্সাইড।

১২) কোন মুহূর্তে এসে মেয়েরা সব জামাকাপড় তুলে ফেলে?

যদি কোনো জামাকাপড় তারে মেলা থাকে আর বৃষ্টি আসার মুহূর্ত তৈরি হয় তখন মেয়েরা সব জামাকাপড় তুলে ফেলে।

Advertisements