নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরে মোবাইল খরচ বৃদ্ধি পাওয়ার যে জল্পনা চলছিল সেই জল্পনা অবশেষে সত্যি হল। গত শুক্রবার থেকে দেশের তিনটি বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া একযোগে নিজেদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ঘোষণা করে। তবে এই তিন টেলিকম সংস্থা ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করলেও কিন্তু বিএসএনএল উল্টো পথে হাঁটলো। বিএসএনএল এবার গ্রাহকদের আরও বেশি অফার (BSNL Offer) দেওয়ার ঘোষণা করল।
জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যেভাবে তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে, গ্রাহকদের মোবাইল খরচ এবার ১১ থেকে শুরু করে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। বিভিন্ন টেলিকম সংস্থার বিভিন্ন প্ল্যানের ভিত্তিতে খরচের ক্ষেত্রে এমন বিভিন্নতা রয়েছে। এই সকল মোবাইল খরচ বাড়তে চলেছে আগামী জুলাই মাসের ৩ তারিখ থেকে।
এসবের মধ্যেই যদি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের একটি অফারের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে ওই রিচার্জ প্ল্যানের অফারের ধারেকাছে এমনিতেই নেই অন্য কোন টেলিকম সংস্থা। আবার সম্প্রতি যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করার ঘোষণা করেছে তখন আবার ওই রিচার্জ প্ল্যানটির সঙ্গে বিএসএনএল বাড়তি সুবিধা দেওয়া শুরু করল।
আরও পড়ুন ? BSNL 88 Recharge Plan: Jio, Airtel কে টেক্কা! এবার মাত্র ৮৮ টাকায় রিচার্জ প্ল্যান আনলো BSNL
বিএসএনএলের যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেই রিচার্জ প্ল্যানটি হলো ৬৬৬ টাকা। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ১০৫ দিনের ভ্যালিডিটি পান। হিসেব অনুযায়ী পুরো সাড়ে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। ওই টাকায় অন্য কোন টেলিকম সংস্থা এমন অফার দেয় না। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, ইন্টারনেট এসএমএস সহ বিভিন্ন ধরনের সুবিধা।
৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ১০৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল পাওয়ার পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পান গ্রাহকরা। অফার হিসাবে আবার এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে ৩ জিবি হাইস্পিড ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিএসএনএল টিউন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বিএসএনএল। মোটের উপর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল মাত্র ৬৬৬ টাকায় যা গ্রাহকদের দিচ্ছে তা অন্য কোন টেলিকম সংস্থা দিচ্ছে না।