নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র গরম, তাপপ্রবাহ (Heatwave South Bengal)। বৈশাখ মাসের শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে আর সোমবার থেকে সেই তাপমাত্রা তরতড়িয়ে ঊর্ধ্বমুখী হয়। পরিস্থিতি এখন এমন যে সামাল দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কবে এমন তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে তা নিয়ে প্রশ্ন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। হাওয়া অফিসের তরফ থেকে এই বিষয়েই রিপোর্ট দেওয়া হয়েছে।
চৈত্র মাসের শেষের দিকে এক দফা তাপপ্রবাহের দাপট দেখার পর অবশ্য স্বস্তি পাওয়া যায়। তবে এই তো সবে শুরু। এমন পরিস্থিতি এখন চলবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কতদিন পর্যন্ত এমন পরিস্থিতি চলবে চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক হাওয়া অফিস এমন পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছে?
মঙ্গলবার বিকাল বেলায় হওয়া অফিসের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী, ১৭ এপ্রিল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের কোথাও ছিটেফোঁটা বৃষ্টির নামগন্ধ থাকবে না। তীব্র গরমে নাজেহাল হবে সমস্ত জেলাই। এর মধ্যে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলির অবস্থাও মোটেই ভালো থাকবে না।
১৮ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার তাপপ্রবাহ ও উষ্ণ পরিস্থিতি বজায় থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাগুলির প্রাণও ওষ্ঠাগত থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৮ এপ্রিল বৃহস্পতিবারের মতোই ১৯ এবং ২০ এপ্রিল অর্থাৎ শুক্রবার ও শনিবার একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবারের মতোই ওই একই জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। হাওয়া অফিসের এই সকল পূর্বাভাস থেকে স্পষ্ট, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আগামী শনিবার পর্যন্ত এমন আবহাওয়া থেকে মুক্তি পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।