Bangladesh: প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতিতে নতুন রদবদল, নির্বাচন কমিশন কবে ঘোষণা করবে আগামী ভোটের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bangladesh: ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল এবং এর মধ্যেই আগামী মাসে তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক দল। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি ইতিমধ্যেই ঘোষনা করেছেন যে, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন রাজনৈতিক দলের।

Advertisements

আখতার হোসেন বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে উত্তরের জেলা রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় সাংবাদিকদের এসব কথা বলেন। তবে রাজনৈতিক দল কোন নামে আত্মপ্রকাশ করবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে ১০০ এর বেশি নামের প্রস্তাব দেওয়া হয়েছে তবে কোনটিকে চূড়ান্ত নাম হিসাবে ধরা হবে তা জানা যাচ্ছে না। সেইসঙ্গে এদিন ভোটের দিনক্ষণ নিয়ে বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশন বড়সড় ঘোষণা করেছে।

Advertisements

বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ ভোট সম্পর্কিত বিষয় জানিয়ে দিয়েছে যে, দেশের নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে। এদের প্রধান লক্ষ্য হল দেশের জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

Advertisements

নির্বাচন সংক্রান্ত এই ধরনের কথা বৃহস্পতিবার পটুয়াখালি সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ বলেন। জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে।

আরও পড়ুন: ভারতকে পরাস্ত করতে কোন নতুন পদ্ধতি অবলম্বন করল চিন?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করা। তিনি আরো বলেছেন যে, বিএনপি কয়েক দিন আগে ‘মাইনাস টুর’ আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক-এগারো সরকারের প্রস্তাব করছে। যে ধরনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেবে না ছাত্রজনতা। গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে সমস্ত কিছুই। একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এসব জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আখতার হোসেন বলেন, আওয়ামি লিগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে থেকেই। যেহেতু দিল্লির সঙ্গে সম্পর্ক ভালো তাই এই কথা বলা সম্ভব হচ্ছে। দিল্লির মদতেই হয়ত এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামি লিগকে নিয়ে আসতে হবে। আওয়ামি লিগকে বাংলাদেশে (Bangladesh) রাজনীতি করতে দেওয়া হবে না।

Advertisements