নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলা ধীরে ধীরে মেঘে ঢাকা পড়তে শুরু করে। বুধবার থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) নামার কথা থাকলেও সেই ভাবে বৃষ্টি দেখা যায়নি। তবে বৃহস্পতিবার বেলা বাড়তেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়। শীতের মাঝে এমন বৃষ্টি রীতিমত স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি করেছে। এই অবস্থায় বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এখন প্রশ্ন হল কবে এমন পরিস্থিতি থেকে মুক্তি (Clear Sky Update) মিলবে?
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এমন বৃষ্টির মুখোমুখি অধিকাংশ জেলা। মূলত উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্তের অবস্থানের কারণেই এমন মেঘ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এসবের ফলেই বাড়ছে তাপমাত্রার পারদ এবং আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই। এর পাশাপাশি কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
আরও পড়ুন ? Farewell of Winter: কবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত! কি জানাচ্ছে হওয়া অফিস
শনিবার এই কয়েকটি জেলা বাদে বাকি জেলাগুলি মোটামুটি ভাবে শুষ্ক থাকবে। এরপর অর্থাৎ রবিবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই দার্জিলিং ছাড়া বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এরপর আবার ৭ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে হওয়া অফিস।
এই সমস্ত ঝঞ্ঝা কাটানোর পর ৮ ফেব্রুয়ারি থেকে আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলেও নতুন করে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। উপরন্তু হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দিন দিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই পুরোপুরি শীত বিদায় নেবে না বলেও জানা যাচ্ছে। জাঁকিয়ে শীত না থাকলেও হালকা শীতের আমেজ বজায় থাকবে।