Kolkata Metro: কবে থেকে চালু হচ্ছে হাওড়া-সল্টলেকে মেট্রো, পরিবর্তন করা হলো নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটেও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: কলকাতার পরিবহন ব্যবস্থাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলকাতা মেট্রো। শহরের যেকোন প্রান্তে নিমিষে পৌঁছে যেতে পারবেন মেট্রোর সাহায্যে। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং কোনরকম বিপর্যয়ের সম্ভাবনা নেই। আশঙ্কা আগের থেকে অনেকটাই কমেছে। সরকারিভাবে ঘোষণা করল, KMRCL. পাশাপাশি সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, শনি-রবি বাদে সব দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর।

Advertisements

মেট্রোর (Kolkata Metro) কাজ করতে গিয়ে কলকাতা চত্বরে নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। ২০১৯ সালের ৩১শে অগাস্ট বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। প্রায় তিন বছর বাদে ২০২২ সালের ১১ই মে আবারো সেই একই আতঙ্ক ফিরে এসেছিল বউবাজার চত্বরে। বউবাজারে যখন মেট্রোর কাজ চলছিল ঠিক সেই সময়ই ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে।

Advertisements

২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর আবারো ধস নামে বউবাজার চত্বরে। মেট্রোর জন্য যে টানেল তৈরি করা হচ্ছিল তার দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গাপিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে স্থানীয় লোকেদের মধ্যে আতঙ্ক বারবার ফিরে আসছিল। এলাকার বাসিন্দাদের থাকার জায়গার সমস্যা দেখা দিয়েছে বারবার। তবে বর্তমানে আতঙ্ক কাটিয়ে খুশির দিন ফিরে এসেছে বউবাজার এলাকাবাসীদের মধ্যে।

Advertisements

আরও পড়ুন:Kolkata MetroLoss in Kolkata Metro: কলকাতা মেট্রোর হলো ৫০০ কোটির ক্ষতি, কেন্দ্র দায়ী করল রাজ্যকে

বাসিন্দারা পাঁচ বছর পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজার চত্বরে টানেল তৈরি কাজ একেবারেই শেষ। বিপর্যয়ের আশঙ্কা এখন একেবারেই নেই তাই বাংলা নববর্ষই হয়তো চালু হয়ে যেতে পারে এই মেট্রো (Kolkata Metro)। মেট্রো কত রাত এমনটাই আশা করছেন। ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। কলকাতা মেট্রো সবথেকে বড় সমস্যা তৈরি হচ্ছিল শিয়ালাদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়ে। হাওড়া থেকে সেক্টর ফাইভ যাওয়া এখন খুবই সহজ হয়ে যাবে এই মেট্রোর দৌলতে।

মেট্রো (Kolkata Metro) কর্তারা কিছু পরিবর্তন এনেছে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অনেক মেট্রোই যেত না কিন্তু সেই পরিষেবাও চালু হতে চলেছে। কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে। যাত্রীদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল এবং প্রায় ১৮ মিনিট ধরে অপেক্ষা করতে হতো নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পাবার জন্য। তবে সব ট্রেনেই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। আগে, অফিস টাইমে ৭ মিনিট অন্তর মেট্রো মিললেও পরে দু’টি ট্রেনের ব্যবধান বেড়ে হত ১০ ও ১৫ মিনিট। মেট্রোর বিভিন্ন জায়গার সমস্যার সমাধান হওয়াতে যাত্রীদের সুবিধা হতে চলেছে যাতায়াতে। যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়।

Advertisements