কবে থেকে চালু হবে লোকাল ট্রেন, জানালো রেল বোর্ড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা শিথিল হতেই কঠোর বিধিনিষেধের কিছুটা হলেও শিথিলতা আনলো রাজ্য সরকার। নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুচরো বিক্রেতাদের দোকান এখন থেকে খোলা থাকবে দিনে ৪ ঘন্টা। দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত। পাশাপাশি ১৫ জুনের পর থেকে নির্দিষ্ট শর্ত মেনে হোটেল, রেস্তোরাঁ এবং শপিংমল খোলার অনুমতি দিয়েছেন।

Advertisements

Advertisements

এই শিথিলতা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে থেকে চালু হবে লোকাল ট্রেন। কারণ এই লোকাল ট্রেনের সাথে যেমন সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা বহুলাংশে, নির্ভরশীল ঠিক তেমনই অনেকের রুটি-রোজগারও নির্ভর করে এই লোকাল ট্রেনের উপর। আর এই লোকাল ট্রেন কবে থেকে চালু হবে তা নিয়ে মুখ খুললো রেল বোর্ড।

Advertisements

পুনরায় লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও রেল বোর্ডের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে। রেল বোর্ডের তরফ থেকে কার্যত রাজ্যের ঘাড়েই বল ঠেলেছে। রেল বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা জানিয়েছেন, ভোট পর্ব মিটে যাওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে রেল বোর্ডের কাছে আবেদন করা হয়েছিল লোকাল ট্রেন বন্ধ রাখার জন্য। সেই আবেদন মতো বন্ধ রাখা হয় লোকাল ট্রেন। তবে রেল মন্ত্রক পুনরায় লোকাল ট্রেন চালু করার জন্য পুরোপুরি তৈরি। এখন রাজ্য সরকার যেদিন বলবে সেদিনই পরিষেবা চালু হয়ে যাবে।

রেল বোর্ডের তরফ থেকে এমনটা জানানোর পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়েছে, তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যখন পুনরায় ট্রেন চলাচল শুরু হোক না কেন কোভিড প্রটোকল মেনেই চলতে হবে যাত্রীদের। পাশাপাশি সুনিত শর্মা এটাও জানিয়েছেন, রেলের কাছে কোচ অথবা কর্মী কোন কিছুরই অভাব নেই। তবে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রাখতে হচ্ছে। কারণ প্রত্যেক রাজ্যের করোনা পরিস্থিতি একরকম নয়।

Advertisements