Howrah-Sector V Metro: বউবাজারের নিচ দিয়ে ছুটল মেট্রো, কবে থেকে চলবে হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Howrah-Sector V Metro: গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছে হাওড়া ময়দান থেকে মেট্রো চলাচল। তবে হাওড়া ময়দান থেকে মেট্রো চলাচল করছে এসপ্ল্যানেড পর্যন্ত। ফলেই প্রশ্ন উঠছে কবে থেকে হাওড়া টু সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করবে? আর সেই বিষয়েই প্রকাশ্যে এলো এক বিরাট খবর। সম্প্রতি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের জন্য ট্রায়াল রান করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বিপর্যস্ত বউবাজার দিয়ে চলেছে মেট্রোর রেক। কোনো জটিলতা কি তৈরি হয়েছে? হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো চলাচল নিয়ে কি মন্তব্য করলেন মেট্রো কর্তৃপক্ষ?

Advertisements

বর্তমানে বিরাট সন্ধিক্ষণে রয়েছে কলকাতা মেট্রো। যাত্রী সুবিধার্থে জোর কদমে চলছে মেট্রো রেলের কাজ। আর এই পরিস্থিতিতেই সম্প্রতি শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত ট্রায়াল রান করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। একাধিকবার বউবাজারের বিপর্যস্ত হওয়া অংশের উপর দিয়ে চলল মেট্রোর রেক। তাই ট্রায়াল রান চলাকালীন সময়ে সেই স্থানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা, মাটির নিচে কাজ করার দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ারিং সংস্থা আইটিডি কর্মকর্তারাও এদিন উপস্থিত ছিলেন। সাথে ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। মেট্রো চলাচল বিষয়ে কি খবর দিলেন তারা?

Advertisements

এদিন উপস্থিত মেট্রো কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করেছে মেট্রোর রেক। প্রায় ২ কিলোমিটার মেট্রো ট্রায়াল রানের সময় বউবাজারের মাটির তলা দিয়ে রেক চলাচল করেছে অত্যন্ত ধীরগতিতে। যার ফলে নিশ্চিত হওয়া যায় মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ তৈরি হয়ে গিয়েছে। তাহলে কি খুব শীঘ্রই হাওড়া টু সেক্টর ফাইভ রুটের মেট্রো (Howrah-Sector V Metro) চলাচল শুরু হয়ে যাবে?

Advertisements

আরও পড়ুন:Train journey to North BengalTrain journey to North Bengal: আর ঘেঁষাঘেষি নয়, এবার উত্তরবঙ্গ ভ্রমণে ট্রেন জার্নি হবে আরামদায়ক

হাওড়া টু সেক্টর ফাইভ রুটের মেট্রো (Howrah-Sector V Metro) চলাচল শুরু নিয়ে মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, মেট্রো চলাকালীন সময়ে মাটি কম্পনের ফলে যাতে কোনো বিপর্যয় না নেমে আসে তার জন্য ইতিমধ্যেই সার্ভে করা হয়েছে। পাশাপাশি ভূগর্ভের দুটি টানেলে চলছে সিগন্যালিংয়ের কাজ। হাওড়া টু সেক্টর ফাইভের পুরো ভূগর্ভ জুড়ে চলছে আধুনিক সুরক্ষা ব্যবস্থার কাজ। যার জন্য হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড এবং সেক্টর ফাইভ টু শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কবে থেকে হাওড়া টু সেক্টর ফাইভের মেট্রো চলাচল শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি।

এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০১৯ সালে মেট্রো চলাচলের জন্য বউবাজারের ভূগর্ভে কাজ চলাকালীন সময়ে একাধিক অংশ প্রায় চারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যার ফলে ওই লাইনের মেট্রো চলাচল নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তবে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ব্যবহার করে বউবাজারের ভূগর্ভে লাইন বসানোর কাজ সমাপ্ত হয়েছে। চলছে সিগন্যালিংয়ের আধুনিক প্রক্রিয়াকরণ। যা খুব শীঘ্রই শেষ হবে। তবে এখন শুধু অপেক্ষা হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো (Howrah-Sector V Metro) চলাচলের।

Advertisements