Fresh Weather Update for South Bengal: ঝড়, বৃষ্টি, স্যাঁতসেঁতে পরিস্থিতি থেকে কবে মিলবে মুক্তি! জানিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিনকয়েক আগেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা তরতড়িয়ে বাড়তে শুরু করেছিল। তবে তরতড়িয়ে তাপমাত্রা বৃদ্ধির সেই গ্রাফে দাঁড়ি টানে ঝড় বৃষ্টি। গত শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি (Rain)। এমন পরিস্থিতিতে ৫ দিন হয়ে গেলেও এখনো আকাশ পরিষ্কার হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন কবে এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে? এবার সেই নিয়েই আপডেট দিল হাওয়া অফিস (Fresh Weather Update for South Bengal)।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে পেশ করার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি হওয়ার পিছনে রয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি একটি অক্ষরেখা ঝাড়খন্ড থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে দক্ষিণ-অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এসবের ফলেই শনিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ শুরু হয়েছে আর ১৯ তারিখ থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আপাতত এখনই এই ঝড়, বৃষ্টি, স্যাঁতসেঁতে পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। আরও দিন দুয়েক এমন পরিস্থিতি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ২২ মার্চ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Districts in India: ভারতে রাজ্য কটি সবাই জানেন, কিন্তু জানেন কী জেলা কতগুলি!

২০ মার্চ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ অর্থাৎ গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যের প্রত্যেক জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

বুধবারের পর বৃহস্পতিবার অর্থাৎ ২১ মার্চ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক সেই রকমই আবার সব জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। শুক্রবার অর্থাৎ ২২ মার্চ দক্ষিণবঙ্গের আবহাওয়া অনুকূল হবে বলেই জানানো হয়েছে, যদিও উত্তরবঙ্গের আবহাওয়া সেদিনও প্রতিকূল থাকবে।

Advertisements