Howrah Metro: উদ্বোধন তো হলো, এবার কবে থেকে সাধারণ মানুষদের জন্য খুলবে গঙ্গার তলার মেট্রো!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত দিন অনুযায়ী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবার (Howrah Metro) উদ্বোধন হলো। দীর্ঘ কয়েক বছর ধরে এই মেট্রো পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষেরা। এমন একটি চাহিদা সম্পন্ন মেট্রো পরিষেবার উদ্বোধন হওয়ার পর এখন রাজ্যের মানুষেরা শুধু তাকিয়ে রয়েছেন কবে থেকে তাদের জন্য পরিষেবা শুরু হবে তার দিকে।

Advertisements

হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবার উদ্বোধনের পাশাপাশি কলকাতার আরও দুটি রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন হয় একই দিনে। যে দুটি রুট হল নিউ গড়িয়া থেকে রুবি এবং তারাতলা থেকে মাঝেরহাট। হাওড়া মেট্রোর মতো এই দুটি মেট্রো রুটের উদ্বোধন হলেও এখনও সাধারণ মানুষদের জন্য পরিষেবা চালু হয়নি।

Advertisements

উদ্বোধনের পর অনেকেই আশা করছিলেন, হয়তো বুধবারই ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে সাধারণ মানুষেরা পরিষেবা পাবেন। তবে সেই ঘোষণা না হওয়াই অনেকেই হতাশ হয়েছেন। যদিও বড় অংশের মানুষ মনে করছেন, হতাশ হওয়ার কিছু নেই। উদ্বোধন হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে মেট্রোতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়িই আমজনতার জন্য পরিষেবা পাওয়া যাবে।

Advertisements

আরও পড়ুন ? Underwater Railway Project: বিশ্বের দীর্ঘতম আন্ডারওয়াটার রেলপথ কোনটি! হাওড়ার মেট্রো পথের সঙ্গে পার্থক্য কতটা

হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর উদ্বোধনের পর এখনো সাধারণ মানুষদের জন্য পরিষেবা শুরু না করার পিছনে কারণ হিসাবে জানা যাচ্ছে, পরিকাঠামো গত কিছু কাজ এখনো বাকি রয়েছে। আর সেই সকল কাজ মূলত যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্যই। যে কারণে এখনো পরিষেবা কবে চালু হবে তা ঘোষণা করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি পরিষেবা চালুর বিষয়ে ঘোষণা করা হবে বলেই সূত্রের খবর।

পরিষেবা চালুর ক্ষেত্রে আরও মোটরম্যান, কর্মী এবং আরপিএফ নিযুক্ত করা হবে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে যেটুকু কাজ বাকি রয়েছে সব তাড়াতাড়ি শেষ করে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। রাজ্যের বাসিন্দারা এখন এই দিনক্ষণ ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন। হতে পারে সামনের সপ্তাহ থেকেই পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। আবার আরও কয়েকদিন সময় লাগতেও পারে। তবে যাত্রী পরিষেবা শুরু করার আগে সব সময় যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দের বিষয়টির উপরেই নজর রাখছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements