Winter Update South Bengal: এই বছরের মতো শীত শেষ, বড় বাজে খবর দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর শীতের মরশুমে একাধিকবার খামখেয়ালী আবহাওয়ার মুখোমুখি হয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। নভেম্বর মাসের প্রথম দিকে যথারীতি হালকা শীতের আমেজ পড়তে শুরু করলেও পরে আচমকা তা বন্ধ হয়ে যায়। পরে ডিসেম্বর মাস এসে গেলেও শীতের দেখা কোনোভাবেই মিল ছিল না। অবশেষে ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে টানা দিন দুয়েকের বৃষ্টির পর শীত (Winter in South Bengal) পড়ে জাঁকিয়ে।

Advertisements

তবে শীত জাঁকিয়ে পড়লেও ফের তা উধাও হয়ে যায় বড়দিনের আগে। বড়দিনের আগে থেকে উধাও হওয়া সেই শীতের এখনো প্রত্যাবর্তন হয়নি। হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, এই বছরের মতো শীত শেষ। বড়দিনের মতোই এবার বর্ষবরণ গরমে গরমে কাটবে। হাওয়া অফিসের এই পূর্বাভাস বড় খারাপ খবর হয়ে দাঁড়িয়েছে শীতবিলাসীদের কাছে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ফের কবে নামবে তাপমাত্রার পারদ।

Advertisements

বাংলাদেশের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত্যের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া এমন আমূল পরিবর্তন এসেছে। ওই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে গিয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গ ছাড়াও মোটামুটি ভাবে গোটা পূর্ব ভারতেই পড়বে বলেও জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আগামী ৪-৫ দিন তাপমাত্রার পারদ নামার কোন সম্ভাবনা নেই। ফলে বছরের শেষ কয়েকটি দিন এই ভাবেই কেটে যাবে।

Advertisements

আরও পড়ুন ? Wellington Street Market: জাঁকিয়ে পড়েছে শীত! মাত্র ৩০০ টাকায় ফ্যাশনেবল সোয়েটার পাওয়া যাচ্ছে কলকাতার এই মার্কেটে

বাংলাদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্ত্যের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এর ফলে তাপমাত্রার নামার জন্য যে শীতল বায়ুর প্রয়োজন হয় তা প্রবেশে বাধা পাচ্ছে। তবে জলীয়বাষ্প ঢুকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি থাকবে বলে জানানো হয়েছে। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ আরও কিছুটা কম থাকবে।

তবে ডিসেম্বর মাস পর্যন্ত এইরকম আবহাওয়া থাকলেও নতুন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসের দিন দুয়েক কাটতে না কাটতেই ফের শীতের কামড় বুঝতে পারবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। জানুয়ারি মাসের ৪/৫ তারিখ নতুন করে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে কলকাতায় ২ থেকে ৩ ডিগ্রি এবং জেলাগুলির ক্ষেত্রে আরও বেশি। হাওয়া অফিসের যা অনুমান তাতে জানুয়ারি মাসের ২ তারিখ থেকেই পুনরায় শীতের আমেজ টের পেতে শুরু করবেন বঙ্গবাসীরা।

Advertisements