Gamcha: গামছাকে ইংরেজি কী বলে! উত্তর শুনে মাথা চুলকাবেন

Prosun Kanti Das

Published on:

Where did the word gamcha come from: প্রতিদিনকার জীবনে যেসব ঘটনা ঘটে তার ব্যাখ্যা আদৌ দেওয়া সম্ভব নয়। অনেকসময় এমন কিছু আজব প্রশ্ন আমাদের সামনে আসে যার উত্তর দেওয়া সত্যি খুব কঠিন হয়। এই পৃথিবীতে এমন অনেক শব্দ আছে যাদের বাংলা কিংবা ইংরেজী প্রতিশব্দ আজ প্রায় হারিয়ে গেছে। স্নান সেরে গা মোছার জন্য দরকার হয় তোয়ালের, যার ইংরেজি প্রতিশব্দ হলো টাওয়াল। কিন্তু জানেন কি গামছার (Gamcha) ইংরেজি প্রতিশব্দ কি?

আপনাদের জানা উচিত যে এই বিষয়টি নিয়ে অনেক মতভেদ আছে। এমন অনেকই আছেন যারা তোয়ালে ও গামছাকে (Gamcha) একই রকম বলে মনে করে। কিন্তু দুটি জিনিসের মধ্যে গঠনগত আকাশ ও পাতাল ফারাক রয়েছে। তোয়ালে সাধারণত খুবই মোটা হয় এবং মেশিনে বোনা হয়। কিন্তু গামছা সেই তুলনায় যথেষ্ট পাতলা হয় এবং হাতে বোনা হয়। প্রতিটি গামছাতে চৌকো আকারের বক্স করা থাকে। বর্তমান যুগে গামছার ওই চৌকো আকারকে নকল করে বিভিন্ন রকম কুর্তি, শাড়ি ইত্যাদি তৈরি হচ্ছে।

গামছার (Gamcha) মধ্য দিয়ে বাংলার শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। এমনকি গামছা নিয়ে গানও রচনা হয়েছে, যা এর জনপ্রিয়তাকে আরও দ্বিগুণ করেছে। কিন্তু গামছার কোন ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাওয়া যায়নি। আজকাল আন্তর্জাতিক স্তরেও গামছার চাহিদা বৃদ্ধি পেয়েছে। ইংরেজি অভিধানে একে বলা হয় “ A napkin made by handloom”। এর অর্থ হল হাতের তাঁত দিয়ে তৈরি ন্যাপকিন।

গামছার প্রয়োজনীয়তা শুধুমাত্র গা কিংবা মাথা মোছাতে সীমিত নেই, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে গামছা ব্যবহার করা হয়। বহু ফেরিওয়ালাকে দেখা যাবে গামছা মাথায় দিয়ে তার ওপরে ঝুড়ি নিয়ে ফেরি করে বেড়াচ্ছে। আর রান্নার ঠাকুরদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই গামছা। গামছার মধ্য দিয়ে বাংলার অস্তিত্বকে তুলে ধরা হয়। তাই কথায় কথায় ইংরেজি প্রজন্মের কাছে গামছা (Gamcha) যেন বাংলার এক নতুন মুখ।

এর সঠিক কোন ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাওয়া না গেলে, গামছার (Gamcha) জনপ্রিয়তা কিন্তু একটুও কমবে না। বরং প্রতিদিনকার জীবনের সাথে সাথে স্পেশাল অনুষ্ঠানেও গামছার প্রয়োজনীয়তা অপরিসীম। আর গামছা প্রিন্টের শাড়ি বা কুর্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে মেয়েদের কাছে। তাই যেখান থেকে উৎপত্তি হোক না কেন গামছার প্রয়োজনীয়তা বাঙালির কাছে কোনদিনও কমবে না।