Saint Martin Island: হাসিনার গদি হারানো কাণ্ডে নাম জড়ালো সেন্ট মার্টিন আইল্যান্ডের, কোথায় রয়েছে এই দ্বীপ

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: চাকরিতে সংরক্ষণ ঘিরে বাংলাদেশে ছাত্র আন্দোলন আর সেই ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি হারানো। বিশ্বের কাছে এখন বাংলাদেশের এই ছাত্র আন্দোলন আলাদাভাবে নাড়া দিয়েছে। তবে এবার শেখ হাসিনার গদি হারানোর পিছনে নাম জড়ালো সেন্ট মার্টিন আইল্যান্ডের (Saint Martin Island)। কিভাবে এমন একটি দ্বীপের নাম জড়ালো শেখ হাসিনার গদি হারানোর পিছনে আর এই দ্বীপটি কোথায় অবস্থিত?

Advertisements

আচমকাই শিরোনামে উঠে আসা সেন্ট মার্টিন দ্বীপ নাকি আমেরিকা চেয়েছিল বলেই দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। কিন্তু তা শেখ হাসিনা দিতে রাজি না হওয়ার কারণেই নাকি আমেরিকার কোপে পড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুলে এমনটাই দাবি করেছেন। দাবি, বাংলাদেশের অধীনে থাকা ওই দ্বীপে ঘাঁটি গড়তে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর তাতে রাজি না হওয়ার কারণে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisements
সেন্ট মার্টিন আইল্যান্ড :

সেন্ট মার্টিন আইল্যান্ড পৌঁছাতে হলে একমাত্র সমুদ্র পথ ব্যবহার করতে হয়। এটি একটি পর্যটনের অন্যতম জায়গা। প্রতিবছর এখানে কক্সবাজার ও টেকনাফ নৌকা অথবা অন্য কোন ফেরি ব্যবহার করে বহু পর্যটক ঘুরতে যান সেন্ট মার্টিন আইল্যান্ড। সমুদ্রের মাঝে থাকা এই দিনটিতে ১৯৯১ সালের পর থেকে কোন বিদ্যুৎ সরবরাহ করা হয় না। ওই বছর টাইফুন ঝড়ের পর থেকে বাংলাদেশ ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সেখানে যে সকল হোটেল বা রিসোর্ট রয়েছে সব চলে সৌরশক্তি অথবা জেনারেটরের মাধ্যমে।

Advertisements

আরও পড়ুন : Darjeeling Tourist Tax: খরচ বাড়লো দার্জিলিং ভ্রমণের, এবার মাথাপিছু গুনতে হবে এত টাকা

কোথায় অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড?

সেন্ট মার্টিন আইল্যান্ড কক্সবাজার থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই ছোট্ট দ্বীপের দূরত্ব ৯ কিলোমিটার। দ্বীপটি বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্তে অবস্থিত হওয়ার পাশাপাশি এই দ্বীপ থেকে মায়ানমারের দূরত্বও কম। দ্বীপটি এতটাই ছোট যে এটি মাত্র ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১২ কিলোমিটার চওড়া। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বছরের পর বছর ধরে মন জয় করে আসছে। এই দ্বীপের লোক সংখ্যা মাত্র ৩৭০০। সেন্ট মার্টিন আইল্যান্ড দ্বীপে মোট ৯টি গ্রাম রয়েছে। এখানে বসবাসকারী বাসিন্দারা মৎস্যজীবী হওয়ার পাশাপাশি কৃষি ও নারকেল চাষের উপর নির্ভরশীল।

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা বাংলাদেশ ঘুরতে আসেন তাদের অনেকেই রয়েছেন যারা এই দ্বীপে ঘুরতে যান। এমনকি ভারতেরও প্রচুর পর্যটক রয়েছেন যারা সেন্ট মার্টিন আইল্যান্ডে বছরের বিভিন্ন সময় ঘুরতে যেতে পছন্দ করে থাকেন। এমন একটি আইল্যান্ড এবার শেখ হাসিনার গদি হারানো কাণ্ডে নাম জড়ালো। কেননা আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হয়েছে, এখানে ঘাঁটি গড়া হলে দক্ষিণ এশিয়ার জলভাগের উপর নজরদারি চালানো খুব সহজ।

Advertisements