নিজস্ব প্রতিবেদন : দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। নিয়ম অনুসারে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিতে হবে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন ছেড়ে দেওয়ার পর তিনি কোথায় থাকবেন?
রাষ্ট্রপতি হিসাবে নিজের মেয়াদ শেষ করার পর রামনাথ কোবিন্দ থাকবেন দিল্লিতেই। তার জন্য ১২ জনপথে একটি অবসর পরবর্তী বাড়ির ব্যবস্থা করা হচ্ছে। যেখানে তার থাকার ব্যবস্থা করা হচ্ছে সেই সকল বাংলোগুলি অধিকাংশ ইংরেজ আমলের। দিল্লির এই এলাকার বাংলোগুলি ‘লুটিয়েন্স বাংলো’ নামে খ্যাত।
এই সকল বাংলোগুলিতে বিভিন্ন সুবিধা রয়েছে। ইংরেজ আমলে এগুলিতে ইংরেজ আধিকারিকরা বসবাস করতেন। যেখানে রয়েছে বিশাল বাগান এবং সেই বিশাল বাগানের মধ্যে রয়েছে এই অট্টালিকা। বর্তমানে এই সকল বাংলোগুলি দেওয়া হয়ে থাকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী, অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী উচ্চপদস্থ আমলাদের।
অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিদের যে ধরনের বাংলো দেওয়া হয়ে থাকে সেগুলি মূলত টাইপ এইট সরকারি বাংলো। এই জাতীয় বাংলো বিশাল আকার হওয়ার পাশাপাশি থাকে বিভিন্ন সুবিধা এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীদেরও এই ধরনের বাংলো দেওয়া হয়ে থাকে।
তবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অবসর গ্রহণ করার পর কোন বাংলো তাকে দেওয়া হবে তা ঠিক হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বাংলোটি তাকে দেওয়া হতে পারে। রাম বিলাস পাশওয়ান তিন দশক এই বাংলোতে বসবাস করার পর ২০২০ সালে মারা যান। সম্প্রতি মার্চ মাসে সরকারি নির্দেশ অনুযায়ী সেই বাংলো ছেড়ে দিতে হয় তার পরিবারকে।