Interest rate on FD: ৩ থেকে ৯.৫%! এই ৫ ব্যাঙ্কের FD-তে সুদের হার জানলে আনন্দ ধরে রাখতে পারবেন না

Which bank has higher interest rate on FD: ভবিষ্যতের কথা চিন্তা করেই সবাই অর্থ সঞ্চয় করে, যাতে সুরক্ষিত এবং নিশ্চিত জীবনযাপন করতে পারে সহজেই। বর্তমানে বিনিয়োগের বহু অপশন কিন্তু মানুষ ফিক্সড ডিপোজিটের ওপর বেশি ভরসা করে। যদি ফিক্সড ডিপোজিটে (Interest rate on FD) আপনি ভালো রিটার্ন পান তাহলে এর থেকে ভালো বিকল্প আর হয়না, বিনিয়োগকারী এই কারণে অন্য কিছুর ওপর আর ভরসা করেন না। এইকারনে ফিক্সড ডিপোজিট সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

গত বছর যখন মুদ্রাস্ফীতি শীর্ষে পৌঁছে গেছিল সেই সময় একের পর এক রেপো রেট বেড়েছে। বিভিন্ন ব্যাঙ্ক সেইসময় লোনের উপর সুদের হার বৃদ্ধির পাশাপাশি FD রেট বাড়িয়েছে গ্রাহকদের সুবিধার্থে। যা এখনও পর্যন্ত বজায় রয়েছে। আবার প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের উপর সাধারণের তুলনায় ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। এবার চটজলদি জেনে নিন কোন ব্যাঙ্কে সুদের হার কত (Interest rate on FD)?

ICICI হলো বেসরকারি সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক তার সব গ্রাহকদের জন্য FD-তে ৩% থেকে ৭.১% পর্যন্ত সুদের হার দিচ্ছে (Interest rate on FD)৷ এছাড়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ১৬ই অক্টোবর থেকে বিভিন্ন মেয়াদের এফডি-তে ৩.৫০ শতাংশ থেকে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার পান। পাশাপাশি ভারতের পাবলিক সেক্টরের বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে বৃহত্তম হলো SBI। যারা গ্রাহকদের জন্য সুদের হার অফার করছে ৩% থেকে ৭.১০%। প্রবীণ নাগরিকরা অবশ্য পাবে ৩.৫ শতাংশ থেকে ৭.৬ শতাংশ। SBI-এর রেট প্রায় ৬ মাস আগে শেষবার পরিবর্তিত হয়েছিল।

এবার আমরা আলোচনা করবো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর ফিক্সড ডিপোজিট সম্পর্কে যেখানে সুদের হার ৪.৫% থেকে ৯%(Interest rate on FD)। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার অবশ্য ৪.৫% থেকে ৯.৫% শতাংশ পর্যন্ত। অর্থাৎ প্রায় ১০ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা। প্রায় ৯% সুদের হার পাওয়া যাবে ১০০১ মেয়াদে। এবার আসা যাক HDFC ব্যাঙ্ক এর ব্যাপারে, এটি বেসরকারি খাতে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে সুদের হারও বিভিন্ন। এখানে আপনি ৩ শতাংশ থেকে ৭.২০% শতাংশ সুদ পাওয়া যায়। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা ৩.৫% থেকে ৭.৭৫% এর মধ্যে সুদের হার পান। যা ১লা অক্টোবর ২০২৩ থেকে প্রযোজ্য হয়েছে।

IDFC ফার্স্ট ব্যাঙ্ক গ্রাহকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার দেবে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৪ থেকে ৮.২৫ শতাংশ। আবার ৫৪৯ দিন থেকে দুই বছরের মধ্যে এই ব্যাঙ্কে সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে আবার গ্রাহকেরা এফডিতে পাবে ৪% থেকে ৮.৬% পর্যন্ত সুদ। প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৪.৫% থেকে ৯.১% পর্যন্ত সুদের হার। সর্বশেষে আলোচনা করা যাক, RBL ব্যাঙ্ক সম্পর্কে। গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ সুদ দেয়। নাগরিকদের ক্ষেত্রেও আছে বিশেষ অফার।