Interest On RD: কোন ব্যাঙ্কে RD করালে বেশি লাভ, কোথায় দিচ্ছে বেশি সুদ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Which bank offers the highest interest on RD: বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভরসা করেন ব্যাংক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলিকে। ব্যাংকের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে রেকারিং ডিপোজিট অন্যতম। এটি একটি মাসিক সঞ্চয় প্রকল্প। সবচেয়ে বেশি জনপ্রিয় স্কিম ফিক্সড ডিপোজিট। কিন্তু এককালীন অনেক টাকা একসাথে জমা করা সবার পক্ষে সম্ভব হয় না। সে ক্ষেত্রে মাঝে মাঝে কিছু টাকা রাখা অনেক সুবিধাজনক। তাই রেকারিং ডিপোজিটকেই বেছে নেন বহু গ্রাহক। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কোন ব্যাংক কত টাকা সুদ (Interest On RD) দিচ্ছে? তা আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Advertisements
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

রেকারিং ডিপোজিট এর ক্ষেত্রে স্টেট ব্যাংকে একাধিক প্রকল্প রয়েছে। ১ বছর থেকে ১০ বছরের সময়সীমার উপর নির্ভর করে এই প্রকল্পগুলি পরিকল্পনা করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ কতদিনের জন্য বিনিয়োগ করা হচ্ছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সুদের পরিমাণও। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে স্টেট ব্যাংক সাধারণত ৬.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ (Interest On RD) ধার্য করে থাকে। তবে বৃদ্ধ ব্যক্তিদের জন্য সুদের হারে কিছুটা তারতম লক্ষ্য করা যায়। তাদের ক্ষেত্রে ৭ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ সুদ ধার্য করা হয়ে থাকে।

Advertisements
আইসিআইসিআই ব্যাঙ্ক

বিনিয়োগ বা ঋণ নেবার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় ব্যাংক হল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাংকেও ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের উপর ভিত্তি করে রেকারিং ডিপোজিটের ব্যবস্থা রয়েছে। আরডির ক্ষেত্রে এই ব্যাংক ৮.৭৫ শতাংশ থেকে ৭.১০% সুদ (Interest On RD) ধার্য করেছে। এই ব্যাঙ্কেও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণে একটু পার্থক্য রয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৫.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ। ২০২৩ সালের ২৩ শে ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকের রেকারিং ডিপোজিট প্রক্রিয়া চালু করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Gold Reserve: ভারতে আর কত! এই দেশে রয়েছে ১০ গুণ বেশি সোনা, বিশ্বে কত নম্বরে রয়েছে ভারত

এইচডিএফসি ব্যাঙ্ক

এইচডিএফসি ব্যাংকেও ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের জন্য রেকারিং ডিপোজিট করার সুবিধা রয়েছে। নূন্যতম ৬ মাসের জন্য রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে, ন্যূনতম ৪.৫০ শতাংশ সুদ (Interest On RD) দেওয়া হয়। ৯ মাস, ১২ মাস অথবা ১৫ মাসের মেয়াদের জন্য বিনিয়োগ করলে সুদ ধার্য করা হয় ৭.১০%। এছাড়া ২৪ মাস থেকে ১২০ মাসের সময়সীমার জন্য বিনিয়োগ করলে গ্রাহকরা ৭ শতাংশ সুদের হারে অর্থ ফেরত পাবেন।

ইয়েস ব্যাঙ্ক

এই ব্যাংকে সর্বনিম্ন ৫ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর অব্দি বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তবে গ্রাহক যদি চান তাহলে অতিরিক্ত ৩ মাস যুক্ত করতে পারেন নির্দিষ্ট মেয়াদের সাথে। এই ব্যাংকে ন্যূনতম ৬.১০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ অব্দি সুদ (Interest On RD) দেওয়া হয়। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট মেয়াদের উপর নির্ধারিত সুদের সাথে যুক্ত করা হয় অতিরিক্ত ০.৫০%। রেকারিং ডিপোজিট যেহেতু সরকারিভাবে পরিচালিত স্কিম, তাই এখানে আর্থিক ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে। গ্রাহক যে পরিমাণ অর্থ দেবেন তার সাথে অতিরিক্ত সুদ যুক্ত হয়ে মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহক।

Advertisements