Tax Payer Celebrities: সবথেকে বেশি কর দিলেন কোন সেলিব্রেটি, শাহরুখ, সালমান নাকি অমিতাভ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tax Payer Celebrities: এ বছর কোন সেলিব্রেটি দিলেন সবথেকে বেশি টাকা কর? শাহরুখ, সালমান নাকি অমিতাভ? আমরা যা কিছু উপার্জন করি তার উপর ভিত্তি করে আয় কর দিতে হয় সরকারকে। আয়কর প্রদানের জন্য একটি নির্দিষ্ট উপার্জন সীমা নির্ধারণ করা রয়েছে। যারা নির্ধারিত সীমার উর্ধে উপার্জন করে তাদের প্রত্যেককে উপার্জনের উপর ভিত্তি করে কর দিতে হয়। সেলিব্রেটি অথবা বেসরকারি কর্মচারী কেউই এই নিয়মের বাইরে নয়। ২০২৪ সালে কোন সেলিব্রেটি সর্বোচ্চ কর প্রদান (Tax Payer Celebrities) করলেন? কোন সেলিব্রেটি কত টাকা কর প্রদান করলেন? আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হলো।

Advertisements

২০২০ সালে অতিমারির পর সমস্ত এন্টারটেইনমেন্ট জগৎটাই বড় ধাক্কার সম্মুখীন হয়েছিল। এই পরিস্থিতিতে বলিউডের রাশ একা হাতে টেনে ধরেছিলেন কিং খান। যে সময়টায় সবাই হতাশ হয়ে পড়েছিল সেই সময়টাতে নতুন করে কাজ করার উৎসাহ নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান। তাঁকে দেখে উজ্জীবিত হচ্ছে নতুন প্রজন্ম। তারপর মাঝখানে কয়েকটা মাস বলিউডের সাথে চলছিল দক্ষিণী ছবিগুলির তুমুল প্রতিযোগিতা। একের পর এক বলিউড ছবিকে ছাপিয়ে যাচ্ছিল দক্ষিণের ছবিগুলি। জায়গা করে নিচ্ছিল দর্শকের মনে। সেই সময়টাও বলিউডের হাল ধরেছিলেন পঞ্চাশ উর্ধ্ব বলিউড অভিনেতা শাহরুখ খান।

Advertisements

২০২৩ সালে শাহরুখ খান একাই ২৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে বলিউডকে। বলিউডের পড়ন্ত অবস্থায় উন্নতি ঘটিয়েছেন তিনি একাই। এরপর ২০২৪ সালে সর্বোচ্চ করদাতা (Tax Payer Celebrities) হিসেবে নাম উঠে এসেছে শাহরুখ খানের। সমিক্ষা বলছে, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন শাহরুখ খান। কর প্রদানের ক্ষেত্রে সেলিব্রেটের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এ বছর তিনি কর দিয়েছেন ৮০ কোটি টাকার। এরপর তৃতীয় স্থানে রয়েছে সালমান খানের নাম যিনি দিয়েছেন ৭৫ কোটি টাকা। কর প্রদানের ক্ষেত্রে কিন্তু বেশ এগিয়ে রয়েছে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনও। এই বছর তিনি কর দিয়েছেন ৭১ কোটি টাকার। ৬৬ কোটি টাকা আয়কর দিয়ে তালিকা পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

Advertisements

আরো পড়ুন: আয়কর বাঁচবে ১৭৫০০ টাকা, খেল দেখাবে নতুন আয়কর ব্যবস্থা

আয় কর প্রদানকারীদের (Tax Payer Celebrities) এই তালিকায় নাম রয়েছে আরও অনেকে সেলিব্রেটির। এ বছর অজয় দেবগন কর হিসেবে দিয়েছেন ৪২ কোটি টাকা। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সদস্য মহেন্দ্র সিং ধোনি। তিনি এবছর কর দিয়েছেন ৩৮ কোটি টাকার। ২০২৩ সালে বলিউডের বক্স অফিস কাঁপানো অভিনেতা হিসেবে শাহরুখ খানের পরই উঠে এসেছিল রনবির কাপুরের নাম। তার অ্যানিমেল ছবি ব্যাপক ব্যবসা করেছে চলচ্চিত্র জগতে। তবে সেই তুলনায় এ বছর কর হিসেবে তাকে অনেক কমই দিতে হয়েছে। ২০২৪ সালে কর হিসেবে রনবির কাপুর দিয়েছেন ৩৬ কোটি টাকা।

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ঋত্বিক রোশন এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রাক্তন সদস্য শচীন তেন্ডুলকার। দুজনেই রয়েছেন সেলিব্রেটি কর দাতাদের (Tax Payer Celebrities) তালিকায়। এই বছর কর হিসেবে তারা দিয়েছেন ২৮ কোটি টাকা। তালিকায় নাম রয়েছে কপিল শর্মারও। ভারতীয় কমেডিয়ান হিসেবে এই মুহূর্তে সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছে। তার টেলিভিশন শো ব্যাপক ব্যবসা করছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে সেই শোয়ে অংশ নেবার জন্য উৎসুক। এই কমেডিয়ান ২০২৪ সালে কর দিয়েছে ২৬ কোটি টাকার। এই তালিকায় নাম রয়েছে এক বাঙালিরও। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য সৌরভ গাঙ্গুলী। কলকাতা বাসি এই সেলিব্রেটি কর দিয়েছে ২৩ কোটি টাকার।

Advertisements