Train Ticket: শিশুদের জন্য ভারতীয় রেলে আছে বিশেষ কিছু নিয়ম যা সম্পর্কে অভিভাবকেরা অনেকেই অবগত নন। দূরপাল্লার ট্রেনে টিকিট কাটার সময় শিশুদের টিকিটের ক্ষেত্রে যে নিয়ম আছে তা অবশ্যই দেখে নেওয়া উচিত। অনেকেই মনে করেন শিশুদের ক্ষেত্রে হয়তো টিকিট ফ্রি, তাই বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে শাস্তি পেতে হয়। যাতে যাত্রার সময় কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য আগেই জেনে নিতে হবে এই নিয়মগুলো। জেনে নিন, শিশুদের টিকিটের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে রেলের।
প্রতিদিন কোটি কোটি যাত্রী যাতায়াত করে ভারতীয় রেলের মাধ্যমে। দেশের পরিবহন ব্যবস্থা অন্যতম বৃহত্তম মাধ্যম হলো ভারতীয় রেল। ট্রেনের যাত্রা হল আরামদায়ক এবং নিরাপদ যাত্রা, তাই অনেকেই রিজার্ভেশন করে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। এর সবথেকে বড় কারণ হলো সংরক্ষিত কোচে ভ্রমণ করা খুবই সুরক্ষিত। এখানে যাত্রীরা যে সুযোগ-সুবিধা লাভ করেন তা অন্য কোথাও পান না। কিন্তু রিজার্ভেশন কোচে যাতায়াত করতে হলে টিকিট বুক (Train Ticket) করতে হবে আগে থেকেই। যাত্রীরা তাদের টিকিট অনলাইন বা অফলাইনে যেভাবে ইচ্ছা বুক করতে পারে।
তবে ট্রেনে যাতায়াত করলেই হলো না ভারতীয় রেলের কিছু বিশেষ নিয়ম আছে যা অবশ্যই পালন করতে হয়। কোথাও যাত্রা করার আগে টিকিট বুকিং (Train Ticket) হল সবথেকে বড় বিষয়। রেলওয়েতে ছোট বাচ্চাদের টিকিট নেওয়া হয় না। আবার কিছু বাচ্চাদের জন্য অর্ধেক টিকিট চার্জ লাগে ভারতীয় রেলে। তাই যাত্রা করার আগে এইসব বিষয়গুলো মাথায় রাখা দরকার। আজকের প্রতিবেদনে জেনে নিন রেলওয়ের এই বিশেষ নিয়ম সম্পর্কে।
কোন বয়সের শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে এবং কাদেরই বা অর্ধেক টিকিটের (Train Ticket) চার্জ লাগবে সবই জেনে নিন আজকের এই প্রতিবেদনে। কোন বয়সী শিশুদের টিকিটের ক্ষেত্রে কোন চার্জ লাগবে না চলুন জেনে নিই। ধরুন কোন এক থেকে চার বছর বয়সী শিশু দূরপাল্লার ট্রেনে যাতায়াত করবে তাহলে তার ক্ষেত্রে লাগবে না কোন টিকিটের চার্জ। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী সে বিনামূল্যেই ভ্রমণ করতে পারবে।
এক থেকে চার বছর বয়সী শিশুদের যেমন কোন টিকিটের চার্জ লাগবে না তেমনি, এই বয়সের বেশি শিশুদের জন্য একটি ফুল টিকিট কেনার প্রয়োজন নেই। অর্থাৎ ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে হাফ টিকিট কাটতে (Train Ticket) হবে। হাফ টিকিট কাটলেও সেই শিশুদের কিন্তু সিট দেওয়া হবে না। আপনি যদি তার জন্য আলাদা ফুল সিট নিতে চান তবে আপনাকে পুরো টিকিটের জন্য টাকা দিতে হবে।
ভারতীয় রেল বরাবর কঠোর নিয়ম পালন করে আসছে দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে। যদি কোন যাত্রী টিকিট ছাড়া যাত্রা করেন তাহলে তাকে পেতে হবে কঠোর শাস্তি। টিটিই যদি কোনও যাত্রীকে টিকিট ছাড়া ভ্রমণ করতে দেখেন, তাকে জরিমানা করা হয় ২৫০ টাকা। এর পাশাপাশি আরও একটি জরিমানা আরোপ করা হয়। যে স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছিল সেই স্টেশন থেকে আপনি যে স্টেশনে ধরা পড়েছেন সেই স্টেশনের ভাড়া এর মধ্যে ধরা হয়।