Independence Day Bengali Date: ইংরেজিতে ১৫ আগস্ট সবাই জানেন, কিন্তু বাংলায় কত তারিখে স্বাধীন হয়েছিল ভারত?

Antara Nag

Published on:

Advertisements

প্রসূন কান্তি দাসঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট একটি ঐতিহাসিক দিন। শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ভারতের স্বাধীন দিবস। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ভারতে চলছিল ব্রিটিশ রাজত্ব। প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশ সরকার রাজত্ব চালায় ভারতের ওপর। চলেছে হাজারো অত্যাচার। সমস্ত নির্মম অত্যাচার অবিচারের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়িয়েছিল সমগ্র ভারতবাসী। পিছু হটতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। ২০০ বছরের রাজত্ব ত্যাগ করে ভারতকে স্বাধীন ঘোষণা করে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হয় ইংরেজদের। তার পর থেকেই ওই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। ইংরেজিতে ১৫ই আগস্ট সবাই জানেন, কিন্তু বাংলায় কত তারিখে স্বাধীন হয়েছিল ভারত (Independence Day Bengali Date)?

Advertisements

২০০ বছরের এই সময়টা কিন্তু ভারতের জন্য একেবারেই সুখকর বা আনন্দদায়ক ছিল না। ২০০ বছরের নির্মম অত্যাচারের বিরোধিতা করে স্বাধীনতা লাভ করাও খুব একটা সহজ হয়নি। এর জন্য বলিদান দিতে হয়েছে অনেকগুলি প্রাণ। বড় বড় নেতাদেরকে হারিয়ে ফেলেছি আমরা। কত শত বিপ্লবী দিনের পর দিন হাসিমুখে প্রাণ দিয়েছে শুধুমাত্র দেশকে স্বাধীন দেখার উদ্দেশ্যে। কত লড়াই কত আত্মত্যাগের কাহিনী জড়িত রয়েছে ভারতের স্বাধীনতা দিবসের সাথে। আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। গর্বের সাথে মাথা উঁচু করে চলতে পারি। কিন্তু একটা সময় ব্রিটিশ অত্যাচারের বিরোধিতা করে সসম্মানে বেঁচে থাকাটাই বিলাসিতা হয়ে উঠেছিল ভারতবাসীর কাছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে করতে হয়েছিল লড়াই। হাজারো বিপ্লবীর প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।

Advertisements

২০০ বছরের অত্যাচারের বিরোধিতা করে ভারতকে স্বাধীন করা সম্ভব হয়েছিল ঠিকই, কিন্তু অখন্ড ভারত বজায় রাখা সম্ভব হয়নি। ব্রিটিশ সরকার ভারতকে দুটি ভাগে ভাগ করে দিয়ে গেছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ, অপরটি মুসলমানি রাষ্ট্র পাকিস্তান। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতকে স্বাধীন হিসেবে ঘোষণা করার পর থেকেই প্রতিবছর এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। উৎসবে মেতে ওঠে সমগ্র ভারতবাসী। প্রতিবছর ভারতের লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মান জানানো হয় সমস্ত বিপ্লবী ও অন্যান্য ভারতবাসীদের লড়াইয়কে। আমরা প্রতিনিয়তই বিপ্লবীদের সামনে শ্রদ্ধায় মাথা নত করে থাকি। কিন্তু এই বিশেষ দিনটি সম্পূর্ণভাবেই উৎসর্গ করে দেওয়া হয় সেই সমস্ত লড়াকু বিপ্লবীদের নামেই।

Advertisements

আরও পড়ুন ? Ram Setu: রাম সেতুর রহস্য ভেদ! উদ্ধার করল ISRO

সারাদেশ জুড়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠান, সামরিক বাহিনীর প্রদর্শনী, বিপ্লবীদের সম্মান জানানো এইরকম নানা অনুষ্ঠান চলতে থাকে সারাদিন জুড়ে। সাধারণ মানুষ তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনই, বিশেষ উদ্যোগী হিসেবে দেখা যায় ভারতের প্রায় প্রত্যেকটি সংস্থাকে। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্মক্ষেত্রগুলি। কিন্তু বাঙালি হিসেবে এখানে একটু খামতি রয়েছে। দেশকে স্বাধীন ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। স্বাধীনতা দিবস নির্ধারণ করা হয়েছিল ইংরেজি তারিখ অনুযায়ী। তাই ১৫ই আগস্ট ১৯৪৭ সালকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এর বাংলা তারিখটি কত? বাঙালি হিসেবে আমরা অনেকেই কিন্তু জানি না এই তথ্য। যেহেতু বাংলা ক্যালেন্ডার এবং ইংলিশ ক্যালেন্ডারের মধ্যে দিন সংখ্যায় সামান্য কিছু পার্থক্য রয়েছে। তাই প্রতিবছর ১৫ই আগস্ট এবং বাংলার নির্দিষ্ট তারিখটি এক নাও হতে পারে। তাই দেশ স্বাধীন হবার সঠিক বাংলা তারিখটি (Independence Day Bengali Date) জেনে নেওয়া প্রয়োজন।

ইংরেজি তারিখ অনুযায়ী, দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কিন্তু বাংলায় সেই সময়টা ছিল শ্রাবণ মাস। তারিখটা ছিল ২৯শে শ্রাবণ (Independence Day Bengali Date)। আজ থেকে ৭৭ বছর আগে ১৩৫৪ বঙ্গাব্দের ২৯শে শ্রাবণ স্বাধীন হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ। কিন্তু এই তারিখটিকে আমরা সচরাচর পালন করি না। ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র তাই এখানে বসবাস করে নানা ধর্মের, নানা ভাষাভাষীর মানুষ। আর বিশ্বের বেশিরভাগ দেশ যেহেতু ইংরেজি ক্যালেন্ডারটিকেই ব্যবহার করে তাই জন্য ১৫ই আগস্ট দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ২০২৪-এর জুলাই মাস শেষ হতে চলল আর কিছুদিনের মধ্যেই দেশজুড়ে পালিত হবে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হবার ৭৭ তম বর্ষপূর্তি উপলক্ষে আবারো সেজে উঠবে ভারতবর্ষ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা গোটা দিন উৎসর্গ করা হবে প্রণম্য বিপ্লবীদের উদ্দেশ্যে।

Advertisements