Health Insurance Schemes: আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কার্ড, কোনটি সত্যিই আপনার জন্য সেরা, জেনে নিন সব খুঁটিনাটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Health Insurance Schemes: স্বাস্থ্যবিমার জগতে পশ্চিমবঙ্গের মানুষ এখন এক দোটানায়। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প আর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী—দুটোই ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবিমার (Health Insurance Schemes) প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোনটা বেশি কার্যকর? কোন কার্ডটি সত্যিই আপনার সুরক্ষার জন্য সেরা? আজ আমরা আপনাকে জানাবো এই দুই প্রকল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কোনটি আপনার জন্য আদর্শ হবে।

Advertisements

প্রথমেই আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলা যাক। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প। দেশের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা (Health Insurance Schemes) দিচ্ছে এই প্রকল্প। আরও চমকপ্রদ বিষয় হলো, প্রবীণ নাগরিকদের জন্যও এই সুবিধা পাওয়া যাচ্ছে—৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্যও বিনামূল্যে চিকিৎসার সুযোগ! কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ৬০-৪০ হারে ভাগাভাগি করে খরচ বহন করা হয়। ফলে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশের যেকোনো প্রান্তে চিকিৎসা পেতে পারেন।

Advertisements

এবার আসি স্বাস্থ্যসাথী প্রকল্পে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজি না হয়ে, ২০১৬ সালে নিজস্ব প্রকল্প স্বাস্থ্যসাথী চালু করেন। এই কার্ডে আপনি পশ্চিমবঙ্গের যেকোনো হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা (Health Insurance Schemes) পাবেন। বিশেষ সুবিধা হলো, পরিবারের সদস্যসংখ্যার কোনও সীমা নেই—ছোট বা বড়, সব পরিবারের জন্যই একই সুবিধা। এমনকি, আগে থেকে থাকা অসুখের চিকিৎসার জন্যও এই কার্ড কাজ করে।

Advertisements

আরো পড়ুন: স্বাস্থ্যবিমায় বড় বদল! এবার মাত্র ১ ঘন্টায় যে সুবিধা দেবে, আগে মিলত না

কিন্তু, দুই প্রকল্পের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনি সারা দেশের যেকোনো হাসপাতালে স্বাস্থ্যবিমার (Health Insurance Schemes) মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কেবল পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ। ফলে যদি আপনি ভ্রমণে গিয়ে অন্য রাজ্যে অসুস্থ হয়ে পড়েন, আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে সহজেই চিকিৎসা পেতে পারেন। অন্যদিকে, স্বাস্থ্যসাথী শুধু রাজ্য জুড়ে সুবিধা দেয়, তবে রাজ্য সরকার পুরো খরচ বহন করে।

তাহলে কোনটি বেছে নেবেন? যদি আপনার বেশি ভ্রমণ করার অভ্যাস থাকে বা ভিনরাজ্যে চিকিৎসার প্রয়োজন হয়, আয়ুষ্মান ভারতই আপনার সেরা পছন্দ। আর যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে স্থায়ী চিকিৎসা চান, স্বাস্থ্যসাথী কার্ডই আপনার জন্য উপযুক্ত। তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুটিরই সুবিধা বিচার করে নিন, কারণ শেষ পর্যন্ত স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ!

Advertisements