Which is the longest train in the world: সারা বিশ্বজুড়ে পরিবহন ব্যবস্থার একটি বড় অংশ দখল করে রেখেছে রেল পরিষেবা। লোকাল ট্রেন হোক বা স্পেশাল এক্সপ্রেস বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা সহযোগে বিভিন্ন ধরনের ট্রেনে চড়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেনের (Longest Train in World) খবর? বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন রয়েছে অস্ট্রেলিয়ায়। ২০০১ সালের জুন মাসে এই দীর্ঘতম ট্রেন চালানো হয়েছিল অস্ট্রেলিয়াতে। বিএইচপির একটি নিজস্ব রেলপথ রয়েছে অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে। রেলপথটির নাম মাউন্ট নিউম্যান রেলওয়ে। এই রেল পথটি মূলত লৌহ আকরিক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এই রেল পথেই চালানো হয়েছিল বিশ্বের দীর্ঘতম রেল যার দৈর্ঘ্য ছিল ৪.৬ মাইল অর্থাৎ ৭.৩৫৩ কিলোমিটার।
৭.৪ কিলোমিটার দীর্ঘ ট্রেনটিতে (Longest Train in World) ৬৮২টি ডিজেল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, এই ট্রেনটিকে টানার জন্য। ইন্সটল করা হয়েছিল ৮ টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ। পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়ান্ডি মাইন্ড থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত চালানো হয়েছিল ট্রেনটিকে। ২৭৫ কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে প্রায় ১০ ঘন্টা ৪ মিনিট।
বিশ্বের ইতিহাসে দীর্ঘতম স্থান অধিকার করা ট্রেনটিতে (Longest Train in World) বহন করা হয়েছিল ৮২ হাজার টন লৌহ আকরিক। ট্রেনটি দৈর্ঘ্যের দিক থেকে এতটাই বড় যে এখানে প্রায় ২৪ টি আইফেল টাওয়ার অনায়াসে বসিয়ে দেওয়া যেতে পারে। কারণ, আইফেল টাওয়ারের দৈর্ঘ্য মাত্র ৩০০ মিটার। ট্রেনটির ওজন ছিল প্রায় ১ লক্ষ টনের কাছাকাছি। ট্রেনটিতে মোট ২৭০ টি কোচ ছিল।
আরও পড়ুন Train Seat Occupy: ব্যাগ রেখে ট্রেনের সিট দখলের দিন শেষ! এবার রেল নিচ্ছে বড় পদক্ষেপ
এর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেনের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় ৭১ হাজার 600 টন ওজন যুক্ত একটি ট্রেন চালানো হয়। লৌহ আকরিক বহনের জন্যই ব্যবহার করা হয়েছিল ট্রেনটিকে। দক্ষিণ আফ্রিকার সাজেশন থেকে সাল ডানহার পর্যন্ত চলাচল করত ট্রেনটি। ৭২০০ মিটার দীর্ঘ এই ট্রেনটিতে ছিল ৬৬০ টি ওয়াগান।
দক্ষিণ আফ্রিকার ট্রেনটির তুলনায় অস্ট্রেলিয়ার ট্রেনটি (Longest Train in World) আয়তনে, দৈর্ঘ্যে, ওজন সব দিক থেকে অনেকটাই বড়। ওয়ার্ল্ড রেকর্ডে বর্তমানে বিশ্বসেরা খেতাব জয় করেছে অস্ট্রেলিয়ার এই ট্রেনটি। ভারতের সবচেয়ে বড় দীর্ঘতম ট্রেন চালানো হয়েছিল ২০২২ সালের ১৫ ই আগস্ট। ৩.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্রেনটি দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ট্রেনের রেকর্ড তৈরি করেছে। এই ট্রেনটিকে চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল ৫ টি ইঞ্জিনের।