Which of Wine-Whiskey-Rum-Beer causes more damage: স্বাস্থ্য সচেতন মানুষরা প্রত্যেকেই জানেন মদ্যপান করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত মদ্যপান মানুষের রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে। আবার মদ্যপান করার ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালী গুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে সব সময় মদ্যপান করতে নিষেধ করা হয়। তবে বহু মানুষ এই মাদক কেই তাদের সুখ দুঃখের সাথী হিসাবে বেছে নিয়েছেন। বিভিন্ন বিলাসবহুল অনুষ্ঠানেও বিভিন্ন ধরনের মদ্যপানের ব্যবস্থা করে রাখা হয়। বর্তমানে যে কোনো আধুনিক পার্টি ও উৎসব অনুষ্ঠানে রাখা হয় রাম, হুইস্কি, ওয়াইন, বিয়ার (Wine-Whiskey-Rum-Beer) ইত্যাদি।
শুধু ভারতেই নয়, সারা বিশ্বের মানুষরাই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মদ খেয়ে থাকেন। রাম, ওয়াইন, হুইস্কি ও বিয়ার (Wine-Whiskey-Rum-Beer) পান করার প্রচলন রয়েছে সারা বিশ্ব জুড়েই। এই মাদক গুলি আমাদের শরীরের পক্ষে যে ক্ষতিকর সে কথা তো প্রত্যেকেরই জানা। কিন্তু আপনি কি জানেন এই রাম, ওয়াইন, হুইস্কি, বিয়ার এগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি ক্ষতিকর এর কোনটিই বা শারীরিক ভাবে মানুষকে কম ক্ষতি করে। আজ এই প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।
১) ওয়াইন
ওয়াইন আসলে এক প্রকার বিশেষ ধরনের আঙুরের রস। ওয়াইন তৈরি করা হয় গাঁজানো আঙুরের রস থেকে। ফলের রস থেকে তৈরি হলেও এতে অ্যালকোহল থাকে। তবে এতে থাকা অ্যালকোহলের পরিমাণ হলো ১৪ শতাংশ।
আরও পড়ুন ? সূরাপ্রেমীদের জন্য সুখবর! এবার কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি মদ আনল Coca Cola
২) হুইস্কি
হুইস্কি তৈরি করা হয় গম এবং বর্লি দিয়ে। এটি তৈরি করার জন্য প্রথমে গম এবং বর্লি দিয়ে গাঁজন তৈরি করা হয়। এই গাঁজন এরপর কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়। তারপরেই তৈরি করা হয় হুইস্কি। হুইস্কিতে উচ্চ মাত্রায় অ্যালকোহল আছে। এতে থাকা অ্যালকোহলের পরিমান হলো ৩০-৬৫ শতাংশ। এই মাদক পানীয়টি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন অ্যালকোহলের মাত্রা সহ কিনতে পাওয়া যায়।
৩) বিয়ার
বিয়ার তৈরি করা হয় ফল এবং গোটা শস্যের রস দিয়ে। এতে খুব বেশি পরিমাণ অ্যালকোহল থাকে না। বিয়ারে অ্যালোহলের পরিমাণ খুবই সামান্য। এতে মাত্র ৪-৮ শতাংশ বিয়ার থাকে।
৪) রাম
রাম তৈরি হয় গাঁজানো আখ থেকে। এতে অ্যালকোহলের পরিমাণ থাকে ৪০ শতাংশ পর্যন্ত। তবে এমন অনেক ওভারপ্রুফ রাম আছে জার মধ্যে ৭০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে।