Which one is the Cleanest City of India: দেশের অধিকাংশ শহরই পৃথিবীর দূষিত শহর গুলির তালিকার প্রথম দিকে জায়গা করে নেবে। এদের মধ্যে কলকাতা বা দিল্লী তো একেবারে প্রথম দশেই থাকবে। তবে মেঘের মধ্যে রূপালী আলোর রেখাও বর্তমান। দেশের সমস্ত শহর গুলির মধ্যে সব থেকে স্বচ্ছ শহর কোনটি তার একটা তালিকা করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রথম এই অ্যাওয়ার্ডস দেওয়া চালু হয়েছে। এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশের এই শহরটি। ভাবছেন কীভাবে শহরটি এখন ১ নম্বরে জায়গা পেল? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
টানা সপ্তম বছরের জন্য, ইন্দোর কেন্দ্রীয় সরকারের বার্ষিক ‘স্বচ্ছ সার্ভেক্ষন অ্যাওয়ার্ডস ২০২৩’-এর অধীনে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর (Cleanest City of India) হিসাবে স্থান পেয়েছে। তবে ২০১৬ সাল থেকে প্রথম যখন এই আওয়ার্ডস দেওয়া শুরু হয়েছিল, তখন ইন্দোর ২৫ নম্বরে ছিল৷ সেখান থেকে উন্নতি করে আজ ইন্দোর দেশের পরিচ্ছন্নতম শহরে রূপান্তরিত হয়েছে।
২০১৬ সাল থেকে, ইন্দোরের মিউনিসিপ্যাল কর্পোরেশন (IMC) শহরের আবর্জনার স্তূপগুলি যথাযথ উপায়ে পরিস্কার করা করেছে। শুধু পরিষ্কারই নয়, স্তূপীকৃত বর্জ্যগুলিকে কম্পোস্ট সার এবং জ্বালানীতে ব্যবহার করার মতো পুনঃব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরিত করা শুরু করেছে। এই কাজের ক্ষেত্রে শহরের প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারী সংস্থাও। তবে এসে পাশাপাশি শহরের নাগরিকদের উন্নত দৃষ্টিভঙ্গীও প্রশংসার দাবি রাখে।
আরও পড়ুন ? Former Capital of India: শুধু কলকাতা, দিল্লি নয়, এই শহরও ছিল ভারতের রাজধানী, জানেন না আপনিও
সম্প্রতি পথশিশু এবং রাস্তায় ভিখারী শিশুদের সংখ্যা কম করার জন্য বেশ কিছু অভিনব পন্থা অবলম্বন করেছে ইন্দোর শহরের প্রশাসন। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যদি কোন ব্যক্তি কোন ভিখারী শিশুর খোঁজ দিতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ১০০০ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। শহরকে আবর্জনা মুক্ত রাখার পাশাপাশি এইরকমই কিছু অভিনব প্রচেষ্টা ইন্দোরকে দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা এনে দিয়েছে।
যদিও ২০২৩ সালে গুজরাটের সুরাট শহরের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান (Cleanest City of India) দখল করেছিল ইন্দোর। কিন্তু ২০২৪ সালে এসে শহরের প্রশাসন এবং নাগরিকদের ঐকান্তিক সদিচ্ছার ফলে সুরাটকে টপকে এককভাবেই প্রথম স্থান অধিকার করেছে ইন্দোর। তাই দেশের স্বচ্ছতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাট। প্রসঙ্গত উল্লেখ্য দেশের বাকি শহর গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নভি মুম্বাই এবং পঞ্চম স্থানে রয়েছে ভোপাল, ষষ্ঠ স্থানে রয়েছে বিজয়ওয়াড়া, সপ্তম স্থানে নয়া দিল্লি, অষ্টম স্থানে মাইসোর, নবম স্থানে চণ্ডিগড় ও দশম স্থানে আহমেদাবাদ। আর বাংলা রয়েছে সবার শেষে।