Longest Flyover in Bengal: পশ্চিমবঙ্গের সড়কব্যবস্থা আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে। সাধারণ মানুষের যাতায়াত হয়ে গেছে আরও বেশি সহজ। যেকোনো দূরত্ব খুব কম সময়ের মধ্যেই অতিক্রম করা সম্ভব বিভিন্ন আধুনিকমানের সড়ক ও উড়ালপুলের মাধ্যমে। এতদিন পর্যন্ত সকলেই জানত যে বাংলার দীর্ঘতম উড়ালপুল হল মা উড়ালপুল। কিন্তু এই প্রতিবেদনে উঠে আসছে অন্য একটি নাম, আসুন জেনে নিই বিস্তারিতভাবে।
এই উড়ালপুল পার হতে গেলে দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় সাত কিলোমিটার। উড়ালপুল এড়িয়ে গাড়িতে যদি বজবজ ট্রাঙ্ক রোড ধরে যেতে চান সময় লেগে যাবে ঘণ্টাখানেক। রাজ্যের দীর্ঘতম উড়ালপুল (Longest Flyover in Bengal) নির্মাণ করা হয়েছিল সেই রাস্তা ধরেই। বর্তমানে তারাতলার জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড় পর্যন্ত এই উড়ালপুল ধরে পৌঁছনো যাবে মিনিট দশেকেই। এই উড়ালপুলটির শুভ উদ্বোধন হয় ২০১৯ সালে। এতদিন সাড়ে চার কিলোমিটারের ‘মা’ উড়ালপুলটিই ছিল রাজ্যের দীর্ঘতম। এই উড়ালপুলটি নির্মাণের পর তা আর থাকছে না।
আরো পড়ুন: হাওড়া স্টেশন নিয়ে নতুন পরিকল্পনা রেলের, যাত্রীরা পাবেন বাম্পার সুবিধা
এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার রোড হয়ে তারাতলা থেকে বাটা কিংবা বজবজ যাওয়া সাধারণ মানুষের কাছে ছিল একপ্রকার নরক যন্ত্রণা। বজবজ ট্রাঙ্ক রোডের অবস্থা সত্যি শোচনীয়। সারা রাস্তা জুড়ে খানাখন্দ যেমন আছে তেমন বড় বড় গাড়ি চলাচলের জন্য ধুলোয় ঢাকা থাকে। নতুন উড়ালপুল (Longest Flyover in Bengal) যখন নির্মাণ হচ্ছিল তখনও সাধারণ মানুষকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু বর্তমানে বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্র।
আরো পড়ুন: বাজেট ২৭৯১ কোটি টাকা! পশ্চিমবঙ্গ পেতে চলেছে নতুন দুটি জাতীয় সড়ক
সম্প্রতি ইএম বাইপাসের সম্প্রসারণ ঘটেছে কামালগাজি থেকে গোবিন্দপুর পর্যন্ত, যারফলে আমূল পরিবর্তন হয়েছে কামালগাজি, নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুরের মতো এলাকাগুলি। রাস্তার দু’ধারে গড়ে উঠেছে অসংখ্য আবাসন। তার উপর উড়ালপুল চালু হওয়ার ফলে বজবজ, বাটা, মহেশতলা, পুজালির মতো পুর-শহরের একেবারে আমল পরিবর্তন হয়ে গেছে। এই সব পুর-এলাকার প্রায় ১০ লাখ মানুষ উপকৃত হচ্ছেন এই উড়ালপুলের ফলে।
জিঞ্জিরাবাজার থেকে যেহেতু সোজা বাটা মোড় যুক্ত হয়েছে তাই উড়ালপুলের মাধ্যমে মধ্যবর্তী এলাকার বাসিন্দারা কিন্তু সরাসরি লাভবান হচ্ছেন না। সবথেকে বড় প্রাপ্তি হয়েছে যে, বজবজ ট্রাঙ্ক রোডে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। পাশাপাশি বাটা, মহেশতলার মতো এলাকায় গড়ে উঠেছে বাটানগর রিভারসাইড টাউনশিপ, ইডেন সিটি, গ্রিন ফিল্ড সিটির মতো বড় আবাসন। কেউ যদি কম সময়ে যাতায়াত করতে চায় তাহলে নতুন উড়ালপুল ধরে কলকাতা থেকে বাটানগর যাওয়া এখন একেবারেই সহজ। ধরে নেওয়া হচ্ছে আরও আবাসন গড়ে উঠবে এই এলাকায়। এতক্ষন যে উড়ালপুলটির কথা হচ্ছিল তার কি নাম জানেন? উড়ালপুলটির নাম হল মহেশতলা উড়ালপুল, পোশাকি নাম-সম্প্রীতি উড়ালপুল (Longest Flyover in Bengal)।