নাম শুনলেই ঘুম উড়ে যায় চোর-ছ্যাচড়দের, বাংলার এই থানাটিই সেরার সেরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যে কোন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে পুলিশ (Police) এবং প্রশাসনের। পুলিশ তাদের দায়িত্ব কর্তব্য পালন করে থাকে নিজেদের থানা (Police Station) থেকে। রাজ্যে এই মুহূর্তে অজস্র থানা রয়েছে এবং আগামী দিনে আইন-শৃঙ্খলা আরও সুন্দর করে তোলার জন্য থানার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। তবে অজস্র এই সকল থানার মধ্যে সেরার সেরা থানা একটিই, যে থানার নাম শুনলেই চোর ছ্যাচড়দের ঘুম উড়ে যায়।

রাজ্যের সেরা থানা কোনটি তা বেছে নেওয়ার জন্য সম্প্রতি রাজ্য পুলিশের প্রতিনিধিদল ৫০০টির বেশি থানা পরিদর্শন করে। জেলা স্তর, রেঞ্জ, বিভাগ, রাজ্য সমস্ত দিক পরিদর্শন করা হয়। রাজ্য পুলিশের এই প্রতিনিধি দল এই সকল থানা পরিদর্শন করে থানাগুলির পরিকাঠামো এবং বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে সেরার সেরা থানার নাম ঘোষণা করে।

এই সকল দক্ষতার নিরিখে রাজ্যের সেরা থানা হিসাবে স্বীকৃতি পেয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা (Balurghat Police Station)। এই থানাটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তবে সম্প্রতি থানাটিকে পুরাতন বিল্ডিং থেকে সরিয়ে নতুন ঝাঁ চকচকে বিল্ডিংয়ে আনা হয়েছে। এই সময় এই থানা চত্বর আবর্জনায় ভর্তি থাকার পাশাপাশি উদ্ধার করা মোটরবাইকের জঞ্জালে পরিণত হয়েছিল। জেলার সদর থানা হলেও একাধিক সমস্যা ছিল এই থানা চত্বরে, এমনকি অভিযোগ জানাতে আসা ব্যক্তিরাও বসার জায়গা পেতেন না।

কিন্তু বর্তমানে এই পরিস্থিতির সম্পূর্ণ বদল করে থানা চত্বরে গড়ে তোলা হয়েছে সুসজ্জিত মিউজিয়াম, শিশু উদ্যান, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা। এছাড়াও বিভিন্ন ধরনের কার্টুনের ছবি এঁকে পার্কের দেওয়াল সহ পুরো পরিবেশকে একেবারে আলাদা রূপ দেওয়া হয়েছে। অন্যদিকে আইন-শৃঙ্খলার বিষয়ে এই থানার জুড়ি রাজ্যে মেলা ভার।

আরও পড়ুন : Security of CM: বদলে গেল হাজরা কালীঘাট এলাকার চেহারা! বিরাট পদক্ষেপ পুলিশের

নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে থানাতেই করা হয়েছে আলাদা করে মহিলা হেল্প ডেস্ক। করা হয়েছে অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ আরও একাধিক ব্যবস্থা। এই সকল সমস্ত দিক বিচার বিবেচনা করেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা রাজ্যের সেরা থানা হিসাবে বিবেচিত হয়েছে। অন্যদিকে রাজ্যে যে সকল পুলিশ জেলা রয়েছে সেই সকল পুলিশ জেলার মধ্যে সেরা পুলিশ জেলার শিরোপা পাচ্ছে কৃষ্ণনগর পুলিশ জেলা।