ভারতের কোন রাজ্য কেবলমাত্র দুটি জেলা নিয়ে তৈরি? খুব চেনা, কিন্তু ৯৯% মানুষ জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় এখন নানান ধরনের ভাইরাল ভিডিও, ভাইরাল ছবি ছেড়ে ভাইরাল হচ্ছে নানান ধরনের প্রশ্ন। যে সকল প্রশ্ন মূলত বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসতে দেখা যায়। আবার বেশ কিছু প্রশ্ন ভাইরাল হতে দেখা যায় যেগুলি পাঠ্যপুস্তকের বাইরে। তবে আজ যে প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন হলেও ৯৯% মানুষ জানেন না। প্রশ্নটি হল ভারতের কোন রাজ্য কেবলমাত্র দুটি জেলা নিয়ে তৈরি?

Advertisements

এই প্রশ্নটির উত্তর জানার আগে আরও কতকগুলি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক:- ১) ব্রিটিশদের লবণ আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী কোন আন্দোলন করেছিলেন?
ক) খিলাফত আন্দোলন, খ) ভারত ছাড়ো আন্দোলন, গ) আইন অমান্য আন্দোলন, ঘ) অসহযোগ আন্দোলন।
উত্তর: গ) আইন অমান্য আন্দোলন।
(১৯৩০ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল লবণ কর এবং সাইমন কমিশনের প্রতিবাদ করা।)

Advertisements

২) হ্রদের শহর নামে পরিচিত ভারতের কোন শহর?
ক) জয়পুর, খ) উদয়পুর, গ) বারাণসী, ঘ) নৈনিতাল।
উত্তর: খ) উদয়পুর।
(রাজস্থানের উদয়পুরকে হ্রদের শহর বা প্রাচ্যের ভেনিস বলা হয়ে থাকে। কারণ হলো এই শহরে অজস্র ওনাদের উপস্থিতি রয়েছে।)

Advertisements

৩) ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি?
ক) নাগাল্যান্ড, খ) কেরালা, গ) হিমাচল প্রদেশ, ঘ) আসাম।
উত্তর: ক) নাগাল্যান্ড।
(খুব আশ্চর্যের বিষয় হলেও নাগাল্যান্ডের সরকারী ভাষা কিন্তু ইংরাজি। ১৯৬৭ সালে নাগাল্যান্ডের বিধানসভার ইংরেজিকে সরকারি ভাষা বা রাজ্যভাষা হিসেবে ঘোষণা করে।)

৪) বিশ্বের প্রথম কোন দেশে প্রথম তামাক নিষিদ্ধ হয়?
ক) ফ্রান্স, খ) দক্ষিণ কোরিয়া, গ) ভুটান, ঘ) জাপান।
উত্তর: গ) ভুটান।
(বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান প্রথম তামাকজাত দ্রব্যের চাষাবাদ, বিক্রি সহ সমস্ত কিছু নিষিদ্ধ করে। ২০০৪ সালে ভুটান সরকারের তরফ থেকে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির নিদান রয়েছে।)

৫) ভারতের কোন রাজ্য কেবলমাত্র দুটি জেলা নিয়ে তৈরি?
ক) সিকিম, খ) গোয়া, গ) আসাম, ঘ) ত্রিপুরা।
উত্তর: খ) গোয়া।
(গোয়া হল একমাত্র রাজ্য যেখানে মাত্র দুটি জেলা রয়েছে। একটি জেলা হলো উত্তর গোয়া এবং আরেকটি দক্ষিণ গোয়া। এই রাজ্যটি দেশের সবচেয়ে ক্ষুদ্র রাজ্য এবং দীর্ঘদিন ধরে পর্তুগিজদের দখলে ছিল। এই রাজ্য ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে।)

Advertisements