ভয়েস কোয়ালিটিতে কোন টেলিকম সংস্থা সবার আগে, সামনে এলো রিপোর্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে চারটি টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বজায় রেখেছে। আবার এই চারটি টেলিকম সংস্থার মধ্যে তিনটি টেলিকম সংস্থাকে হলো বেসরকারি, কেবলমাত্র BSNL রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে।

Advertisements

বর্তমান সময়ে আমরা টেলিকম সংস্থাগুলির গুণগতমান হিসাবে ইন্টারনেট স্পিডকেই দেখে থাকি। কিন্তু ইন্টারনেট স্পিড যেমন ভালো দরকার ঠিক সেই রকমই ভালো ভয়েস কোয়ালিটি দরকার হয়ে থাকে। কারণ এখনও পর্যন্ত দেশের অধিকাংশ মানুষ ফোন মারফতই কথা বলে থাকেন অপরপ্রান্তের ব্যক্তির সঙ্গে। এই মানদণ্ডের বিচারে কোন টেলিকম সংস্থা সবার আগে তা নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে।

Advertisements

ভয়েস কোয়ালিটির দিক দিয়ে বর্তমানে দেশের সবচেয়ে ভালো টেলিকম সংস্থা হিসাবে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তারা হল ভোডাফোন আইডিয়া। গ্রাহক সংখ্যার নিরিখে এই টেলিকম সংস্থার জিও এবং এয়ারটেল-এর তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও ভয়েস কোয়ালিটির মানদণ্ডের বিচারে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে তারা পিছনে ফেলে দিয়েছে।

Advertisements

ভোডাফোন আইডিয়া সম্প্রতি প্রকাশিত রিপোর্টে 2G, 3G এবং 4G সব ক্ষেত্রেই ভয়েস কোয়ালিটির দিক দিয়ে সেরা টেলিকম নেটওয়াক হিসাবে পরিগণিত হয়েছে। TRAI MyCall-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের মে মাসে Vi হল একমাত্র টেলিকম কোম্পানি যারা ইনডোর কলে ৫-এর মধ্যে ৩.৯ স্কোর করেছে, আউটডোর কলের ক্ষেত্রে স্কোর ৩.৫ এবং ৪.৬ স্কোর করেছে যথাক্রমে 2G/3G/4G নেটওয়ার্কে ভ্রমণ করতে সক্ষম হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো এই টেলিকম সংস্থা 4G নেটওয়ার্কের জন্য ভয়েস কলের গুণমান হিসাবে সর্বোচ্চ রেটিং ছিল ৪.৪। ইনডোর কলে ৪.৫, আউটডোর কলে ৩.৭ এবং 4G নেটওয়ার্ক অঞ্চলে ভ্রমণের সময় ৪.৭।

Advertisements