আপনি যে ট্রেনে চড়ছেন তাতে কি রয়েছে কবচ সিস্টেম? সফরের আগেই জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের রেল পরিষেবা (Indian Railways) হলো ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ ট্রেনের উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের উপর এই ব্যাপক নির্ভরশীলতার কথা মাথায় রেখে রেল পরিষেবাকে আরও বেশি স্বাচ্ছন্দ এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার চেষ্টা চালানো হয়। তবে তারপরেও ঘটতে দেখা যায় একের পর এক দুর্ঘটনা।

Advertisements

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। যে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তবে রেলের তরফ থেকে সব সময় নজর রাখা হয় যাতে এই ধরনের দুর্ঘটনা কখনো না ঘটে। দুর্ঘটনা কমানোর জন্য রেলের তরফ থেকে বসানো হচ্ছে কবচ সিস্টেম। যে কবচ সিস্টেম জিপিএস এবং জিপিআরএস-এর মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর রিয়েল টাইম তথ্য সংগ্রহ করবে। ট্রেন টু ট্রেন এবং ট্রেন টু কন্ট্রোল রুম নীতিতেই কাজ করবে অ্যান্টি কলিশন সিস্টেম।

Advertisements

এই কবচ সিস্টেম এমন একটি সিস্টেম যা সিগন্যালের সমস্যা অথবা চালকের কোন সমস্যার কারণে যদি দুটি ট্রেন মুখোমুখি চলে আসে অথবা কোন সময় সামনাসামনি হয়ে যায় তাহলে তা নিজে থেকেই ইমার্জেন্সি ব্রেক করে দাঁড়িয়ে যাবে। জিপিএস এবং জিপিআরএস-এর মাধ্যমে সামনে অথবা পিছনে কোন ট্রেন রয়েছে এমনটা সেন্সর উপলব্ধি করলেই সঙ্গে সঙ্গে তা নিজের কাজ শুরু করে দেবে। এর ফলে দুর্ঘটনা বহু শতাংশ কমে যাবে এবং বহু মানুষের প্রাণ বাঁচবে।

Advertisements

তবে এই সিস্টেম এখন কতটা কার্যকর করা হয়েছে? আপনি যে ট্রেনে চড়ছেন সেই ট্রেনটিতে এমন কবচ সিস্টেম রয়েছে কিনা ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন সাধারণ যাত্রীদের মধ্যে ঘোরাফেরা করছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখনো এই কবচ সিস্টেম সব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে রেলের তরফ থেকে আশা করা হচ্ছে, আগামী বছর এমন কবচ সিস্টেম সব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়ে যাবে।

গত জুন মাসের আপডেট অনুযায়ী, ভারতে প্রতিদিন ১৩১৬৯ টি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে। এর মধ্যে কেবলমাত্র ৬৫টি ট্রেনে এখনো পর্যন্ত কবচ সিস্টেম লাগানো সম্ভব হয়েছে। এছাড়াও ১৪৪৫ কিলোমিটার দীর্ঘ রুটে মোট ১৩৪ টি রেল স্টেশনে এমন কবচ সিস্টেম লাগানো হয়েছে। রেলের দাবি অনুযায়ী বর্তমানে দক্ষিণ মধ্য রেলওয়ে জোনে এই কবচ সিস্টেম রয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রুটের ট্রেনগুলিতে এমন সুরক্ষা প্রদান করা সম্ভব হয়েছে। সুতরাং অন্যান্য রুটের ট্রেনগুলিতে আপনি যদি চড়ে থাকেন তাহলে কবচ সিস্টেমের সুরক্ষা আপাতত পাবেন না।

Advertisements