কোন পথে শুভেন্দু! মুকুলের দাবি ঘিরে জোর জল্পনা

নিজস্ব প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে জোর জল্পনার কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী কোন পথে হাঁটবেন তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত হলেও রাজ্যের আমজনতা তাকিয়ে রয়েছেন তার সিদ্ধান্তের দিকে। আর এমত অবস্থাতেই মুকুল রায়ের দাবি ঘিরে চরম জল্পনা বঙ্গ রাজনীতিতে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় দাবি করেছেন, দু’চারদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। মুকুল রায়ের এই দাবির পাশাপাশি মুকুল রায়ের দাবি নিয়ে আরও জল্পনা তৈরি করছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। কারণ অমিত শাহ আগামী ১৯ তারিখেই বাংলা সফরে পা রাখতে চলেছেন। পাশাপাশি তার সফরে অন্তিম কালে বনগাঁ বাদ দিয়ে যোগ করা হয়েছে মেদিনীপুরকে।

মুকুল রায় সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে কোন রাখঢাক না রেখেই জানিয়েছেন, “আমার সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। দু’চারদিনের মধ্যেই শুভেন্দু বিজেপিতে যোগদান করবে।” মুকুল রায়ের এই দাবির পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারীর জন্য সিকিউরিটি প্রদান করতে চলেছে। যদিও এই বিষয়ে দুই পক্ষের কেউই বিষয়টি স্বীকার করেনি।

তবে মুকুল রায়ের এমন দাবী থাকলেও শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে কিছু স্পষ্ট করেননি। সুতরাং বিজেপি নেতাদের তরফ থেকে যতই যা দাবি করা হোক শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী কি সিদ্ধান্ত নিচ্ছেন তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।