First Supercomputer of India: ভারতের প্রথম সুপার কম্পিউটার কে তৈরি করেছিলেন, জানেন সেই ইতিহাস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indias First Supercomputer: ভারতের প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিল টাটা, জানেন সেই ইতিহাস? ডিজিটাল ইন্ডিয়ার যুগে ভারতের প্রযুক্তিগত অগ্রগতি বেশ চোখে পড়ার মতন। প্রতিনিয়ত আরও এক ধাপ করে এগোচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি এই অগ্রগতির সূচনাকালে সুপার কম্পিউটারে ভূমিকা অনস্বীকার্য। বিশেষত ভারতের প্রযুক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করেছিল “এক”। ভারতের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India)। হ্যাঁ! এখন অবশ্য ভারতে মোট ১৮ টি সুপার কম্পিউটার রয়েছে। কিন্তু একটা সময় ‘এক’ই ছিল ভারতের একমাত্র সুপার কম্পিউটার। বিশ্বের সেরা ১০ টি সুপার কম্পিউটারের মধ্যে জায়গা করে নিয়েছিল এক। সুপার কম্পিউটার এক তৈরি করেছিল টাটা গোষ্ঠী। ২০০৬ সালে টাটা গোষ্ঠীর হাত ধরে ভারতীয় প্রযুক্তি এক বিশাল মাইলফলক স্পর্শ করে। সেই সময় ভারতীয় প্রযুক্তির চালচিত্রটাই সম্পূর্ণ বদলে যায় প্রথম সুপার কম্পিউটার একের উপস্থিতিতে।

Advertisements

১৯৬০ সালে বিশ্বের সামনে সুপার কম্পিউটারের ধারণাটি প্রকাশ করা হয়। এরপর একে একে বহু দেশ তৈরি করতে থাকে এক একটি সুপার কম্পিউটার। ২০০০ সালে উদ্যোগী হয় ভারত। টাটা কনসালটেন্সি সার্ভিস এর পক্ষ থেকে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিয়ে একটি দল গঠন করা হয়। এই দলের সদস্য ছিলেন বিখ্যাত গণিতবিদ নরেন্দ্র কারমারকর, আইআইটি গবেষক সুনীল শেরলেকর এবং এস রামাদোরাইরা। এই তিনজন মিলেই দেশের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India) তৈরির জন্য একটি পরিকল্পনা গঠন করেন। এই বিষয় নিয়ে রতন টাটার সাথে বহুবার বৈঠক করেন তাঁরা। রতন টাটা অবশ্য ব্যবসায়িক দিক থেকে বিষয়টিকে ভাবতে বলেছিলেন।

Advertisements

পরিকল্পনা থেকে অনুমোদন অব্দি পৌঁছতে সময় লেগেছিল ৬ বছর। দীর্ঘ আলোচনা গবেষণার মধ্যে দিয়ে এগোচ্ছিল সময়, কাটছিল একের পর এক দিন। ২০০৬ সালে টাটা সন্সের পক্ষ থেকে এই কম্পিউটার তৈরি করার অনুমোদন দেওয়া হয়। কম্পিউটারটি তৈরি করার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করতে হয় টাটা সন্সকে। তৈরি করা হয় কম্পিউটার রিসার্চ ল্যাবরেটরী। দেশের বিভিন্ন জায়গা থেকে সমস্ত মেধাবী ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে একটি দল গঠন করা হয়। এগোতে থাকে সুপার কম্পিউটার তৈরির কাজ। কম্পিউটার তৈরির অনুমোদন দেওয়ার সময়ও টাটা গোষ্ঠী জানতো না এই পরিকল্পনা আদতে কতটা বাস্তবায়িত করা সম্ভব হবে। এই গবেষণা ঠিক কোন দিকে এগোবে। শুধু টাটা গোষ্ঠী কেন, দেশের কেউই এ বিষয়ে কোনো নিশ্চিত ধারণা দিতে পারেনি। চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে এগোচ্ছিল ভারতের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India) তৈরির কাজ। কিন্তু অনিশ্চয়তার ভয়ে পিছিয়ে না পড়ে, বিজ্ঞানীদের সাহস জুগিয়েছে টাটা গোষ্ঠী।

Advertisements

আরো পড়ুন: আর চলবে না আম্বানি-আদানির এক তরফা রাজত্ব! এবার কড়া চ্যালেঞ্জ দিতে হাজির টাটা

এক বছরের দীর্ঘ গবেষণার পর তৈরি হয় ভারতের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India) “এক”। ইঞ্জিনিয়ার এবং গবেষক দল যখন কাজ শুরু করেছিলেন তখন ১-পেটাফ্লপের সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কাজ শুরু করার পর সেই পরিকল্পনা বদলে ফেলা হয়। ১০০ টেরাফ্লপের পরিকল্পনায় শেষ হয় সুপার কম্পিউটার তৈরির কাজ। ২০০৭ সালের ৩১ শে অক্টোবরের মধ্যেই ১১৮ টেরাফ্লপের গতিতে পৌঁছে যায় সুপার কম্পিউটার ‘এক’। অতিক্রম করে যায় ১০০ টেরাফ্লপের বেঞ্চমার্ক। বিশ্বের সেরা ১০ টি সুপার কম্পিউটারের মধ্যে জায়গা করে নেয় ভারতীয় সুপার কম্পিউটার “এক”। সেই সময় প্রকাশিত তালিকা অনুযায়ী সেরা দশটি সুপার কম্পিউটারের মধ্যে চতুর্থ স্থানে জায়গা পেয়েছিল ভারতের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India) ‘এক’।

ভারতের প্রথম সুপার কম্পিউটার (First Supercomputer of India) ‘এক’ তৈরি করার সাথে সাথেই ভারতের প্রযুক্তির অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করতে শুরু করে। ভারতীয় চন্দ্রযান অভিযান অনেক বড় অবদান ছিল এই সুপার কম্পিউটারটির। এরপর একের পর এক দৃষ্টান্তমূলক কাজে ব্যবহার করা হতে থাকে এই সুপার কম্পিউটারকে। ভারতের প্রযুক্তির বিবর্তনের ইতিহাসে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল ভারতের প্রথম সুপার কম্পিউটার এক। যদিও পরবর্তীতে এই সুপার কম্পিউটারটিকে বন্ধ করতে হয়। ধীরে ধীরে কমিয়ে আনা হয় এর কার্যক্ষমতা। তবে ভারতে বর্তমানে যে ১৮ টি সুপার কম্পিউটার রয়েছে সেই সবগুলি তৈরি করা হয়েছে এটির অনুপ্রেরণা থেকেই। তাই বর্তমানে ভারত ১৮টি সুপার কম্পিউটারের অধিকারী হওয়া সত্বেও প্রথম সুপার কম্পিউটার একের গুরুত্ব কখনোই অস্বীকার করা যায় না।

Advertisements