নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতে যে সকল নোটের প্রচলন রয়েছে সেই সকল নোটে দেখা যায় মহাত্মা গান্ধীর ছবি। তবে বিভিন্ন সময় এই মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, আবার কখনো লক্ষ্মী গণেশের ছবি, ছত্রপতি শিবাজীর ছবি ছাপানোর দাবি তোলা হচ্ছে।
তবে প্রশ্ন হল নোটের উপর এই ছবি ছাপানোর অধিকার কার রয়েছে? এছাড়াও রয়েছে একাধিক প্রশ্ন, যেমন এই ভারতীয় নোটের ডিজাইন করার দায়িত্ব কার উপর বর্তায়? কি নিয়ম রয়েছে এসব ক্ষেত্রে?
নোটে ছবি ছাপানোর বিষয়ে যে নিয়ম রয়েছে তাতে নোটের কিরকম ডিজাইন হবে তা নির্ধারণ করার সম্পূর্ণ দায়িত্ব হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে নিয়ম রয়েছে, সেই নিয়মের ২২ নম্বর অনুচ্ছেদে এই নিয়মের কথা উল্লেখ রয়েছে। তবে মনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজাইন ঠিক করার পরই সেই নোট ছাপানো হয় না।
কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ৩৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটের ডিজাইন তৈরি করার পর সেই ডিজাইন কেন্দ্রের তরফ থেকে অনুমোদন দেওয়া হলেই তা ছাপানো হয়। অর্থাৎ হিসেব অনুযায়ী কেন্দ্রের অনুমোদন ছাড়া নোট প্রকাশ করতে পারেনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এমনিতে নোটের ডিজাইন সংক্রান্ত বিষয়টি দেখে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। এই বিভাগের তরফ থেকে যদি নোটে কোন পরিবর্তন আনার বিষয়ে সুপারিশ করা হয় তাহলে তাও কেন্দ্রের থেকে অনুমোদন নিতে হয়। মোটের উপর নোটের ডিজাইন অথবা অন্য কোন পরিবর্তনের ক্ষেত্রে খাতায়-কলমে সমস্ত কিছু রিজার্ভ ব্যাংকের উপর দায়িত্ব দেওয়া থাকলেও কেন্দ্রের অনুমোদন ছাড়া কোন কিছুই পরিবর্তন সম্ভব নয়।