৪ বছরের ছোট পাত্রের সঙ্গে দুম করে বিয়ে স্বরা ভাস্করের, রইল ফাহাদের ঠিকুজিকুষ্ঠি

নিজস্ব প্রতিবেদন : বিয়ে করলেন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকা অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। তবে তার এই বিয়ে আর পাঁচটা অভিনেতা অভিনেত্রীদের মতো নয়। একেবারেই আলাদাভাবে এবং বলা যায় ‘বলা নেই কওয়া নেই, দুম করে বিয়ে’। হঠাৎ স্বরা ভাস্কর (Swara Bhasker wedding) টুইটারে নিজের বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন।

বৃহস্পতিবার স্বরা ভাস্কর নিজের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেও এই দিনই যে তারা বিয়ে করেছেন এমন নয়। বিয়েটা তারা বেশ কয়েকদিন আগেই সেরে ফেলেছেন। তাদের বিয়ে হয়েছে স্পেশাল অ্যাক্ট অনুযায়ী ৬ জানুয়ারি। তবে এতদিন তা লুকিয়ে রেখেছিলেন তিনি। স্বরা ভাস্করের পছন্দের পাত্র একজন রাজনীতিক।

স্বরা ভাস্কর যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি হলেন সমাজবাদী পার্টির একজন নেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। তাদের নাকি এক মিছিলে পরিচয় হয়েছিল এবং সেখান থেকেই সম্পর্ক তৈরি হয়। স্বরার দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক ফাহাদ আহমেদ।

স্বরা ভাস্কর নিজের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে একটি ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে লিখেছেন, “কখনও কখনও আপনার যেটা চাই, সেটা খোঁজার জন্য হয়তো অনেক দূরে যাবেন। কিন্তু দেখবেন সেটা আপনার কাছেই রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম, তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এই হৃদয় হয়তো একটু বিশৃঙ্খল, তবে সেটা একান্ত আপনার।”

এর আগে স্বরা ভাস্করের সঙ্গে লেখক হিমাংশু শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক ২০১৯ সালে ভেঙ্গে যায়। এরই মধ্যে একাধিকবার স্বরা ভাস্করকে শিরোনামে আসতে দেখা গিয়েছে মূলত কেন্দ্র সরকার এবং মোদি বিরোধী মনোভাবের জন্য।

মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ ১৯৯২ সালে ২ ফেব্রুয়ারি বাহেরিতে জন্মগ্রহণ করেন ফাহাদ। বয়সে স্বরার থেকে ৪ বছরের ছোট ফাহাদ। স্নাতক পাস করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। পরে সোশ্যাল ওয়ার্কে এমফিল করেন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে। সেখানেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন তিনি। CAA, NRC বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন ফাহাদ।