নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বাবা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার গ্রেপ্তার হয়েছেন মেয়ে সুকন্যা মন্ডল (Sukanya Mondal)। সুকন্যা মন্ডলের গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাসক দল তৃণমূলের নেতারা বারবার দাবি করছেন অন্যায় হয়েছে। মা মরা, বাবা জেলবন্দী অবস্থায় তাকে দিল্লিতে ডেকে গ্রেফতার করা ঠিক হয়নি।
অন্যদিকে বিরোধী দলের নেতারা বারবার সুকন্যা মন্ডলের গ্রেপ্তার হওয়াকে পাপের বোঝা বলেই দাবি করছেন। এই পরিস্থিতিতে আর যাই হোক সুকন্যার বান্ধবী সুতপা পাল (Sutapa Pal) কেঁদে আকুল। তার পরিস্থিতি এখন এমন যে তিনি ইডি আধিকারিকদের জানান, প্রয়োজনে তাকেও যেন গ্রেপ্তার করা হয় তাহলে অন্ততপক্ষে একসঙ্গে থাকতে পারবেন।
অন্যদিকে ইডি হেফাজতে থাকাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মন্ডল বাবার বারবার খোঁজ নেওয়ার পাশাপাশি খোঁজ নিয়েছেন বান্ধবী সুতপারও। এই সুতপা সুকন্যা মন্ডলের সঙ্গেই দিল্লি গিয়েছিলেন। তবে সুকন্যা গ্রেপ্তার হন আর সুতপা এখন সেখানেই রয়েছেন সুকন্যার মুক্তির অপেক্ষায়। দুজনের এই বন্ধুত্ব দেখে সবার মধ্যেই প্রশ্ন উঠছে এই সুতপা আসলে কে?
সুতপা পাল বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা। বাবা মা এবং ভাই এই কয়েকজনই তাদের পরিবারের সদস্য। সুকন্যা সুতপার স্কুলের বান্ধবী। তবে সুতপার সময়ে অসময়ে সবসময় তার পাশে দাঁড়াতেন কেষ্টকন্যা সুকন্যা। অন্যদিকে সুতপা ক্যান্সার আক্রান্ত বলে জানা যাচ্ছে। ইডি তলবের মাঝেই সুতপাকে চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনেন সুকন্যা।
এদিকে শুধু সুতপা অসুস্থ এমন নন, এর পাশাপাশি অসুস্থ তার পরিবারের প্রায় সব সদস্যই। সুতপার বাবা দুর্গা প্রসাদ পাল বেশ কয়েক বছর ধরে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী। তার মা ও ভাই দুজনেই অসুস্থ। এক সময় তাদের একটি মিষ্টির দোকান ছিল। তবে সেই মিষ্টির দোকান বন্ধ হয়ে যায় আর এখন লটারির ব্যবসা করেন তারা। এর পাশাপাশি নিচুপট্টির বাড়িতে সুকন্যা যখন একা থাকতেন সেই সময় তার পাশে সব সময় থেকেছেন সুতপা।