I.N.D.I.A. জোটের প্রধানমন্ত্রীর মুখ কে? মমতা না অন্য কেউ! বড় চমক সমীক্ষায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আর মাস কয়েক পরেই রয়েছে লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)। লোকসভা নির্বাচন মানেই প্রধানমন্ত্রী (Prime Minister) বেছে নেওয়ার পালা। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এটিই হল সবচেয়ে বড় নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই শাসক দল বিজেপি এবং বিরোধীরা নিজেদের তৎপরতা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিজেপি রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় এসে গঠন করেছে I.N.D.I.A. জোট। এই জোট ইতিমধ্যেই তিনটি বৈঠক সেরে ফেলেছে এবং তাদের রুপরেখা তৈরি করছে।

I.N.D.I.A. জোট বিজেপির বিরুদ্ধে ময়দানে নামার জন্য তোড়জোড় শুরু করলেও এখনো পর্যন্ত তাদের তরফ থেকে প্রকাশ করা হয়নি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম। অর্থাৎ এই জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে দেশের নাগরিকদের মধ্যে রয়েছে কৌতুহল। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল অনেকেই এগিয়ে রয়েছেন। তবে কার পাল্লা ভারী তা নিয়ে সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ ফলাফল।

I.N.D.I.A. জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার এবিপি এবং সি ভোটার সমীক্ষা চালিয়েছে। সেই সকল সমীক্ষায় একাধিকবার বিভিন্ন রকমের ফলাফল উঠে এসেছে। সম্প্রতি যে সমীক্ষা চালানো হয় তা ১৮ জুলাই থেকে ১৯ আগস্টের মধ্যে করা হয়েছিল। এই সমীক্ষায় দেশের মানুষ সবচেয়ে বেশি কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন তাও উঠে আসে। ৬২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকেই পুনরায় দেখতে চাইছেন। এক্ষেত্রে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীই তা তো নিশ্চিত।

অন্যদিকে I.N.D.I.A. জোটে যারা রয়েছেন তাদের মধ্যে ২.৭% মানুষ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মমতা ব্যানার্জিকে চাইছেন। পাঁচ শতাংশ মানুষ চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে। এছাড়াও এই জোটে অন্যান্যরা যারা রয়েছেন তাদের অর্থাৎ অন্য মুখ হিসাবে ৮% মানুষ চাইছেন অন্য কাউকে। সমীক্ষা অনুযায়ী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুলনা করলে অনেক এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

তবে I.N.D.I.A. জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সবচেয়ে জনপ্রিয় মুখ হলেন রাহুল গান্ধী। কেননা তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাইছেন দেশের ১৯ শতাংশ মানুষ। সমীক্ষার নিরিখে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ দাবি করা হচ্ছে। যদিও I.N.D.I.A. জোট আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।