কপাল দোষে তিহারে অনুব্রত! এখন কেষ্ট কালীর নিত্য পুজো করেন কে!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন রয়েছেন তিহারে (Tihar)। কপাল দোষেই এমন অবস্থা বলে দাবি করতে দেখা যায় অধিকাংশ মানুষকেই। মূলত গরু পাচার কাণ্ডে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে সিবিআই গ্রেপ্তার করার পর ইডি ও সিবিআইয়ের একাধিক মামলায় তিনি জর্জরিত।

অনুব্রত মণ্ডল কেবলমাত্র একজন দাপুটের রাজনৈতিক ব্যক্তি নয়, এর পাশাপাশি তিনি চরম ঠাকুর ভক্ত। কখনো তাকে শিবরাত্রিতে শিবের মাথায় ঘড়া ঘড়া দুধ ঢালতে দেখা গিয়েছে, আবার কখনো অন্য কিছু। তবে এসবের পাশাপাশি কেষ্ট চরম কালি ভক্ত। তিনি প্রতিবছর বোলপুরে কালীপুজোর আয়োজন করে থাকেন ধুমধাম করে। তবে তার জেল যাত্রার পর কালী পুজোয় জাঁকজমক কমলেও পুজো হয়েছে দলীয় কর্মীদের সহযোগিতায়।

কিন্তু প্রশ্ন হল অনুব্রত মণ্ডলের এই কালির নিত্য পূজো কে করেন? অনুব্রত মণ্ডল যতদিন বোলপুরে ছিলেন ততদিন রোজ অর্থাৎ নিত্য পুজো করা হতো। তবে তার জেল যাত্রার পর অনেকেই মনে করছিলেন হয়তো আর সেই নিত্য পুজো হয় না। কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল থাকাকালীন যেভাবে নিত্য পুজো হতো এখনও সেই ভাবেই নিত্য পূজো করা হয়ে থাকে। তাহলে এখন নিত্য পুজোর দায়িত্ব কে সামলান?

অনুব্রত মণ্ডল থাকাকালীন নিত্য পুজো করতেন সুব্রত মুখোপাধ্যায় নামে এক পুরোহিত। সেই পুরোহিতই এখনো একই ধারায় নিত্য পুজোর ধারাবাহিকতা বজায় রেখেছেন। তবে অনুব্রত মণ্ডল থাকাকালীন পুরোহিতকে দক্ষিণা দিতেন তিনি নিজেই, কিন্তু এখন সেই দক্ষিণা দেওয়া হয়ে থাকে তৃণমূল কর্মীদের তরফ থেকে।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল থাকাকালীন নিত্য পুজোর পর অন্যান্য কর্মীরা দক্ষিণা দিলেও অনুব্রত মণ্ডল নিজেও দক্ষিণা দিতেন। এছাড়াও প্রতি অমাবস্যায় তিনি উপোস করতেন এবং যখনই কার্যালয়ে আসতেন তখনই কালী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। এখন তার অবর্তমানে সুব্রত মুখোপাধ্যায় নিত্য পূজো চালিয়ে যাওয়ার পাশাপাশি বাকি সব দায়িত্ব সামলাচ্ছেন দলীয় কর্মীরা।