মমতা, মনোরঞ্জন নন, ইনি হলেন দেশের সবচেয়ে গরিব বিধায়ক, সম্পত্তি নামমাত্র!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অথবা গরিব মুখ্যমন্ত্রী (CM) কে বা কারা, সেই তালিকা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা প্রকাশ করে থাকে। মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা দেওয়া হয় তার ভিত্তিতেই এমন তালিকা প্রকাশ করা হয়। এবার সেই তালিকা থেকেই খোঁজ পাওয়া গেল দেশের সবচেয়ে গরিব বিধায়কের নাম। দেশের সবচেয়ে গরিব বিধায়ক (MLA) রয়েছেন পশ্চিমবঙ্গেই। তিনি এমন একজন বিধায়ক যার সম্পত্তির পরিমাণ বিশ্বাস না হওয়ার মতোই এবং তাকে অনেকেই চেনেন না।

Advertisements

সম্প্রতি বিধায়কদের ধনসম্পত্তি নিয়ে যে তালিকা সামনে এসেছে সেই তালিকা থেকে জানা যাচ্ছে দেশের সবচেয়ে ধনী বিধায়ক হলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক শিবকুমার। ডিকে শিবকুমার যে সম্পত্তির ঘোষণা করেছেন তাতেই তার সম্পত্তির পরিমাণ হলো ১৪১৩ কোটি টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে তা থেকে এমনটাই জানা গিয়েছে।

Advertisements

দেশের ২৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০০ বিধায়কদের নিয়ে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে। যে সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের সবচেয়ে ধনী বিধায়করা রয়েছেন কন্নড়ভূমে। দেশের সবচেয়ে ধনী বিধায়কদের ২০ জন বিধায়কের মধ্যে ১২ জন বিধায়কই কর্নাটকের। এছাড়াও কর্নাটকের ৩২ জন বিধায়কের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।

Advertisements

বিধায়কদের প্রসঙ্গ আসলে আসে মুখ্যমন্ত্রীদেরও নাম। মুখ্যমন্ত্রীদের এই নামের তালিকায় দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে গরিব বিধায়ক নন অথবা তার দলের বিধায়ক টোটো চালক মনোরঞ্জন ব্যাপারীও সবচেয়ে গরিব বিধায়কের তালিকায় ঠাঁই পাননি। ঠাঁই পাননি বিজেপির চন্দনা বাউড়িও। বরং সবচেয়ে গরিব বিধায়কের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলারই বিজেপির এক বিধায়ক।

দেশের সবচেয়ে গরিব বিধায়ক হলেন বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাঁড়া। যেখানে বিধায়ক ডিকে শিবকুমারের সম্পত্তির পরিমাণ ১৪০০ কোটি টাকার বেশি সেই জায়গায় নির্মল কুমার ধাঁড়ার সম্পত্তির পরিমাণ মাত্র ১৭০০ টাকা (২০২১ সালের মনোনয়ন পর্ব অনুযায়ী)। সত্যি বলতে একজন বিধায়কের এত অল্প সম্পত্তি বিশ্বাস না হওয়ার মতোই। এই তালিকায় দেশের দ্বিতীয় গরিব বিধায়ক হলেন ওড়িশার নির্দল বিধায়ক মারাকাণ্ডা মুদুলি। তার মোট গচ্ছিত সম্পত্তির পরিমাণ ১৫০০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাবের পাঞ্জাবের আপ বিধায়ক নরিন্দর পাল সিং। তার মোট সম্পত্তি ১৮ হাজার ৩৭০ টাকা।

Advertisements