রজার বিনি না সৌরভ, BCCI প্রেসিডেন্টের যোগ্যতায় কে কাকে টেক্কা দেবেন!

নিজস্ব প্রতিবেদন : আগামী ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ঐদিনই শেষ হতে চলেছে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মেয়াদ। সৌরভ গাঙ্গুলীর মেয়াদ শেষ হলেও আরও একটি কাল তিনি নিজের দায়িত্ব চালাতে চেয়েছিলেন। তবে সূত্রের খবর, অধিকাংশ কার্যকর্তা তাতে সম্মতি না হওয়ায় তাকে সরতে হবে।

সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর সেই জায়গায় বসবেন রজার বিনি। রজার বিনি দেশের প্রাক্তন ক্রিকেটার এবং তার ঝুলিতে রয়েছে ৮৩ বিশ্বকাপ জয়ের তকমা। ৮৩ বিশ্বকাপ দলের ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সদস্য।

রজার বিনির আসল নাম হল রজার মাইকেল হামফ্রে বিনি। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ভূক্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এই সম্প্রদায় হয়ে তিনি প্রথম ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। ওই বিশ্বকাপে ১৮ উইকেট নিয়ে তিনি ছিনিয়ে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তকমা।

এর পাশাপাশি ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপেও তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। সেখানে তার ঝুলিতে এসেছিল ১৭টি উইকেট। দেশের হয়ে ২৭টি টেস্টে ৪৭ টি উইকেট এবং ৭২টি একদিনের ম্যাচে ৭৭ টি উইকেট পেয়েছেন। প্রশাসকের দিক দিয়েও রজার বিনির একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

৬৮ বছর বয়সী প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার এক সময় ভারতীয় দলের নির্বাচকের দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপ দলের সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব ছিল তার। অন্যদিকে এই বিশ্বকাপে তার ছেলে স্টুয়ার্ট বিনি সুযোগ পেয়েছিলেন। স্টুয়ার্ট বিনি দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে রাস্তা পরিষ্কার হওয়ায় স্বচ্ছতার খাতিরে তিনি দল নির্বাচনের আগেই নির্বাচক মন্ডলীর পথ থেকে ইস্তাফা দেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে ছিলেন। ২০১৯ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং তাঁর কোচিংয়ে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেও সক্ষম হয়। সুতরাং স্পষ্ট বিপুল অভিজ্ঞতার ঝুলি নিয়েই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন।