৬০ বছর বয়সে বাঙালি মেয়েকে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী! জানুন কনের পরিচয়

নিজস্ব প্রতিবেদন : অভিনেতা হিসাবে বলিউড (Bollywood) সহ অন্যান্য বিভিন্ন সিনে জগতে বেশ পরিচিত মুখ হলেন আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ১৯৬২ সালের ১৯ জুন জন্ম আশিস বিদ্যার্থীর। এই অভিনেতা বলিউড ছাড়াও কাজ করেছেন হিন্দু, তেলুগুম তামিল, কন্নড়, বাংলা সহ বিভিন্ন ভাষায়। ৩০০টির বেশি সিনেমায় কাজ করার রেকর্ড রয়েছে তার। এমন একজন বর্ষিয়ান অভিনেতা ৬০ বছর বয়সে জামাইষষ্ঠীর দিন সেড়ে ফেললেন তার দ্বিতীয় বিয়ে।

আশীষ বিদ্যার্থী এই মুহূর্তে অভিনয় জগতের সঙ্গে যুক্ত না থাকলেও ফুড ভ্লগিং করে থাকেন। বিগত কয়েক মাস ধরেই কলকাতায় আনাগোনা বেড়েছিল অভিনেতার। তার ফুড ভ্লগিংয়ের মধ্যে ধরা পড়তো কলকাতা ভ্রমণের টুকরো টুকরো ছবি। বৃহস্পতিবার তার দ্বিতীয় বিয়ের পর সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের টিপ্পনি, তাহলে কি বঙ্গ তনয়ার টানই ছিল কলকাতায় বারবার আসার কারণ!

বৃহস্পতিবার কলকাতার এক ক্লাবে বসেছিল আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের আসর। ছিমছাম সাজে পরিচিতদের সাক্ষী রেখে এদিন বর্ষিয়ান এই অভিনেতা সেরে ফেললেন তার দ্বিতীয় বিয়ে। কনে হলেন একজন বঙ্গ তনয়া রূপালী বড়ুয়া (Rupali Barua)। রুপালি কলকাতার একটি ফ্যাশন স্টোরের সঙ্গে যুক্ত। যদিও তার বাড়ি অসমের গুয়াহাটি। তবে তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল বলেই জানা গেছে।

বিয়ের পর কনে রূপালী বড়ুয়া জানিয়েছেন, “বহু আগে থেকেই চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। খুবই ভাল মনের মানুষ আশিস।” অন্যদিকে ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করার পর আশীষ বিদ্যার্থী জানান, “জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে করেছি। সন্ধে নাগাদ বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে করব”।

আশীষ বিদ্যার্থীর প্রথম বিয়ে হয় বর্ষিয়ান অভিনেতা শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে। তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর বৃহস্পতিবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন আশিস বিদ্যার্থী। তবে প্রথম হোক বা দ্বিতীয়, সব ক্ষেত্রেই আশিস বিদ্যার্থীর পছন্দ বাঙালি।