Richest man of WB: ইনিই হলেন বাংলার মুকেশ আম্বানি! সম্পত্তির পরিমাণ শুনলে মাথা চুলকাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Who is the richest person in West Bengal; The extent of his wealth is surprising: ভারতের ধনীতম ব্যক্তিরা সবার কাছেই বেশ জনপ্রিয় তা তিনি গৌতম আদানি হোক কিংবা মুকেশ আম্বানি। টাটা, বিড়লা, আম্বানিদের চেনেনা এমন কেউ এই দেশে নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি পশ্চিমবঙ্গর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি (Richest man of WB) কে? কেউ নিশ্চয়ই জানেন না আসলে তিনি কে? কি তার আসল পরিচয়? চলুন জেনে নেওয়া যাক সেই ব্যক্তিটি সম্পর্কে।

Advertisements

এই রাজ্যের সবথেকে ধনী ব্যক্তি (Richest man of WB) হলেন শ্রী সিমেন্ট (Shree Cement) -এর চেয়ারম্যান বেণুগোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur)। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস এর তালিকায় এই ৯২ বছর বয়সি ধনকুবের ধনী ভারতীয়দের তালিকায় ২০ নম্বরে রয়েছেন। তিনি শ্রী সিমেন্টের সবথেকে বেশি শেয়ার হোল্ড করে আছেন এবং এই রাজ্যের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে তিনি বেশ জনপ্রিয়। তিনি জন্মসূত্রে একজন মাড়োয়ারি হলেও আদতে সম্পূর্ণ একজন বাঙালি।

Advertisements

বেনুগোপাল (Richest man of WB) জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন। নিজের পড়াশোনা শেষ করেই তিনি পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন। তাদের পরিবারের প্রথম কে এই ব্যবসার স্থাপন করেন? শোনা যায় ১৯ শতকের শেষের দিকে এই ব্যবসা শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের ঠাকুর্দা মুঙ্গি রাম বাঙ্গুর। আদতে তিনি ছিলেন একজন স্টক ব্রোকার। কোনো এক সময় বাঙ্গুর সাম্রাজ্য ভারতের বৃহত্তম পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করেছিল।

Advertisements

পরবর্তীকালে ১৯৯১ সালে এই সমৃদ্ধিশালী ব্যবসাটি বলভদ্র দাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর, বেনু গোপাল বাঙ্গুর ও লক্ষ্মী নিবাস বাঙ্গুর এর মধ্যে পাঁচ ভাগে বিভক্ত হয়েছিল। উত্তরাধিকারসূত্রে পাওয়া সেই সম্পত্তিকেই বেণুগোপাল (Richest man of WB) উন্নত করেন। আপনারা অনেকেই হয়ত জানেন না যে, শ্রী সিমেন্টের বাজার মূলধন হল বর্তমানে প্রায় ৮৯,৭৫০ কোটি টাকা। এছাড়াও শ্রী সিমেন্ট বাজারের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটির মোট ইকুইটি ৩৫৪৩ কোটি টাকা থেকে ১৮৬৭৭ কোটি টাকায় পৌঁছেছে। ২০১০ সাল থেকেই কোম্পানির রাজস্ব চার গুণ বেড়েছে। বর্তমানে এই ব্যবসাটি রুফন, বাঙ্গুর পাওয়ার, শ্রী জং রোধক এবং রকস্ট্রং নামে সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করে।

এই রাজ্যের ধনকুবের বর্তমানে কলকাতায় একটি রাজকীয় বাড়িতে বাস করেন। আপনারা জানেন কি বেণুগোপাল বাঙ্গুরের কলকাতার বাসভবনটি ৫১ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি। এছাড়া তার পরিবারে আছে দুই সন্তান। বর্তমানে এই ব্যবসার হাল ধরেছেন তার ছেলে হরি মোহন বাঙ্গুর। স্নাতক পাশ করেই ১৯৯২ সাল থেকে শ্রী সিমেন্টের দায়িত্ব নিয়েছেন তিনি।

Advertisements