বয়স হিসাবে বাচ্চাদের মাস্ক পরার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দিলো WHO

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ছড়িয়ে পড়া আটকাতে বর্তমানে মাস্ক পড়াটা খুবই জরুরি। তবে তাহলেও দেখা যাচ্ছে ছোট বাচ্চা এবং যাদের বয়স ১২ বছরের বেশী তাদের মধ্যে মাস্ক পড়ার প্রবণতা কম। যে কারনে বাচ্চাদের মাস্ক পরা নিয়ে গত ২রা আগস্ট WHO তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নতুন একটি নির্দেশিকা তুলে ধরেছে।

Advertisements

Advertisements

নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে সন্তানের বয়স যদি ১২ বছর কিংবা তার বেশি হয় তবে অবশ্যই সেও যেন প্রাপ্তবয়স্কদের মতোই মাস্ক পরে। বাচ্চার বয়স ১২ বছরের কম হলে আবার নিয়ম অন্য। এর আগে কখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে মাস্ক পরা নিয়ে আলাদা বয়সের ভিত্তিতে গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে এবার আলাদা আলাদা বয়স ভিত্তিতে নির্দেশিকা প্রকাশ করলো WHO।

Advertisements

WHO-এর নতুন নির্দেশিকা

১) বাচ্চার বয়স ১ থেকে ৫ বছর : এই বয়সের বাচ্চাদের মাস্ক পরার প্রয়োজন নেই। তবে প্রয়োজন বুঝে ভিড় এলাকায় মাস্ক পরা যেতে পারে। বিভিন্ন গবেষণা থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার পর এমনটাই জানিয়েছে WHO।

২) বাচ্চার ৬ থেকে ১১ বছর : এদের ক্ষেত্রেও সব সময় মাস্ক পরার দরকার নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে অতি সংক্রমিত এলাকায় বা ভিড়ের মধ্যে মুখে মাস্ক পরা প্রয়োজন। মাস্ক পরলে তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে নাকি বা মাস্ক ঠিকঠাক ভাবে বসছে নাকি সেই বিষয় অভিভাবকদের সচেতন থাকতে হবে।

WHO এবং ইউনিসেফ-এর তরফ থেকে জানানো হয়েছে এই বয়সের সন্তানদের কোনো সংক্রমিত ব্যক্তির থেকে যতটা সম্ভব দূরে রাখাই ভালো। এই বয়সের বাচ্চাদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

৩) ১২ বা তার বেশী বয়সের বাচ্চা : এরা যেন বাড়ি থেকে বেরোনো মাত্রই অবশ্যই মাস্ক পরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো সংক্রমিত এলাকায় বা ভিড়ে যেন কোনভাবেই মাস্ক না খোলা হয় সেই দিকে বিশেষ নজর রাখতে হবে।

Advertisements