করোনা ঠেকাতে ভারতের ব্যবস্থাপনায় খুশি WHO, প্রশংসা আইসোলেশনে থাকা শিখর ধাওয়ানের

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত সরকারের ব্যবস্থাপনায় উচ্ছ্বসিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। পাশাপাশি এমন ব্যবস্থাপনা দেখে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর যেভাবে নিরলস কাজ করছে তা সত্যিই প্রশংসনীয় বলে দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হেঙ্ক বেকেডাম। একথা তিনি জানান মঙ্গলবার। এই ভাইরাস ঠেকাতে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিনিধি। তারপরই তিনি এমন মন্তব্য করেন।

তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ও স্বাস্থ্য গবেষণা বিভাগে গবেষণার জন্য বিশেষ পরিকাঠামো রয়েছে। ভারত আলাদা করে ভাইরাসটি শনাক্ত করতে পারছে। ভারত আমাদের গবেষণার অংশ হয়ে যাবে। ভারত সরকার ও প্রধানমন্ত্রী দপ্তর এর দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। আর এই কারনেই ভারত হয়তো করোনার বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে সক্ষম হয়েছে।”

পাশাপাশি ভারতীয় কিংবদন্তি তারকা শিখর ধাওয়ান করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের সময়ে জার্মানি থেকে দেশে ফিরেছেন। আর এই মুহূর্তে যারা বিদেশ থেকে ফিরছেন তাদেরকেই কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। সেইমতো শিখর ধাওয়ানকেও রাখা হয় কোয়ারেন্টাইনে। তিনি দিল্লি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে একটি ঘরে কোয়ারেন্টাইনে ছিলেন। আর সেখানকার ব্যবস্থাপনা তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওতে করোনা সংক্রমণ ঠেকাতে ভারত সরকারের উদ্যোগকে প্রশংসা করেছেন।

তিনি ভিডিওতে বলেছেন, “সরকার এখানে ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। সকলকে আলাদা আলাদা ঘর দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্যদের ধন্যবাদ জানাই দেশকে রক্ষা করার জন্য এমন প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। এমন ব্যবস্থা আমি জার্মানিতেও দেখিনি।”