WB College Admission: কলেজে ভর্তিতে ঝামেলার দিন শেষ! এবার চালু হচ্ছে পুরো নতুন ব্যবস্থা

Antara Nag

Published on:

Advertisements

A whole new system is being launched for College Admission in West Bengal: কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে বড় আপডেট রাজ্য শিক্ষা দপ্তরের। এবার ২০২৪-২৫শে কেন্দ্রীয়ভাবে হবে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া (WB College Admission News)। যে নতুন ব্যবস্থার কথা বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই জানিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর। এবার জানালো সেই প্রক্রিয়া চালু করার তারিখ। কবে থেকে শুরু হবে প্রক্রিয়া? কেনই বা এমন সিদ্ধান্ত?

Advertisements

২০২৪ সালের মে মাসের ৮ তারিখে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। সেই অনুযায়ী বহু পড়ুয়া এবার ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবে স্নাতক স্তরে। তবে লোকসভা ভোট চলায় এখন জারি রয়েছে আদর্শ আচরণ বিধি। ফলেই স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে। আর এই আবহেই জানানো হয়েছে কলেজে ভর্তির নতুন প্রক্রিয়াসহ সেই প্রক্রিয়া (WB College Admission News) কার্যকরের দিন।

Advertisements

বহুদিন ধরেই কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে মত প্রকাশ করেছিল শিক্ষাবিদের একাংশ। তারা জানিয়েছিল, কলেজ ভিত্তিক ফর্ম ফিলাপ না করে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালেই স্নাতক স্তরের ফর্ম ফিলাপ করার কথা।.চলতি বছরে সেই প্রক্রিয়া চালু করার কথাই জানালো রাজ্য শিক্ষা দপ্তর। যার ফলে একটি পোর্টালেই সমস্ত কলেজের আবেদন করা যাবে এবং ভর্তিল ফিও জমা দেওয়া যাবে। অন্যান্য কলেজের সাথে এর আর্থিক লেনদেনের সম্পর্ক থাকবে না।

Advertisements

আরও পড়ুন ? UG Classes 2024: দেরী করলে চলবে না, কলেজে ক্লাস শুরুর দিনক্ষণ জানিয়ে দিল UGC

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে বাংলা জুড়ে বহু জায়গায় ঝামেলা অশান্তির অভিযোগ উঠে এসেছে। এমনকি মোটা টাকার বিনিময়ে অ্যাডমিশন পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে বহু কলেজের নামে। তাই সেই সমস্যা এড়াতেই এই ধরনের সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তরের। যার ফলে কলেজ ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করার ক্ষমতা থাকবে না। পাশাপাশি ভর্তি প্রক্রিয়াও হবে পরিষ্কারভাবে।

কবে থেকে কার্যকরী হবে? শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে আগামী ২২শে জুন থেকে চালু হবে একটি পোর্টালে স্নাতক স্তরে কলেজে আবেদনের প্রক্রিয়া। মূলত লোকসভা ভোট চলার কারণে এখন এই কাজ বন্ধ রয়েছে। তাই ৪ই জুন ভোট গণনার পরেই এই প্রক্রিয়া (WB College Admission News) কার্যকরী হবে। পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে এবং পোর্টালে আবেদন করার আরো খুঁটিনাটি তথ্য ধীরে ধীরে শিক্ষা দপ্তর তরফে আপডেট দেওয়া হবে।

Advertisements